প্রিন্সি থেকে পদত্যাগ। আমি এই পেশা ছাড়িনি তো!
নারীমাংস উপাদেয়। তবু পাতে নিতে হয় তিতো।
তাতে খিদেটিদে বাড়ে। এই সবই শাস্ত্রে লেখা আছে।
এক ফোনে পেয়ে যাবি। আমি আছি আনাচে কানাচে।
ফিরে আসবই ঠিক। দেখে নিস্… নায়কের বেশে।
সেমিনার টেমিনার ভরে দেব নয়া উপদেশে।
আমার বিরহে তোরা একদমই মরিস না ভুগে।
এই কুরুক্ষেত্রে আমি সম্ভবামি হব যুগে যুগে।