যদি এই প্রশ্ন করি,
দুধের শিশুর থেকে
মানুষ হওয়ার মানে কি?
হাত পায়ে বড়, আর
তথাকথিত’র ঢঙে
টাকাকড়ি গড়া?
বিলাসব্যাসনে ডোবা,
স্ত্রীপুত্র নিয়ে ঘোরা
সমগ্র পৃথিবী।
অতীতের বন্ধু,
সহযোদ্ধা যাঁরা
সকলের ছোঁয়াতে অধরা?
এ জানলে, তা ভুল জানা,
বরং এদের বলি
‘প্রাপ্তি সফল ‘।
ব্যক্তিগত সাফল্যের
খতিয়ানে মুখ ঢাকে
অপরের শোক।
আসলে মানুষ তারা
অন্যের সাথে যারা
সাথীদেরও চেনে।
যারা ভাবে, পৃথিবীটা
নাগরিক সকলের
বাসভূমি হোক।
নিজেকে মশাল ভাবে
অনেকেই তবু যেচে
জ্বালে না তো বুক।
পুড়ানোর স্বপ্নে নয়,
যারা উষ্ণ নয়,
হতে তাদের উত্তাপ।
মানুষ তারাই, যারা
নিজেদের সাথে ভাবে
সাথীদেরও নিয়ে।
হৃদয়ের স্মৃতিপটে
চলে যেতে যেতে রাখে
ছিলাম, এ ছাপ।
অনির্বাণ, তুমি আর
তোমাদের মতো যারা
অন্যভাবে বাঁচো।
তারাই আসলে যোদ্ধা,
পৃথিবীর অনর্গল
ভীরুতার ভিড়ে।
প্রতিবাদে গানে সুরে
বেপরোয়া নাছোড়ের
স্বপ্ন বোনা শিশু।
তোমাদের মৃত্যু নেই
বেঁচে থেকো, গর্বে বাঁচা
সঙ্গীদের ঘিরে।
১২.০৭.২০২৪
মাত্র সাঁইত্রিশ বছর বয়সে শিখা নিভে যাওয়া মশাল সমাজযোদ্ধা, প্রতিবাদী গায়ক, মানুষের চিকিৎসক অনির্বাণ দত্তের বন্ধু ও সহযোদ্ধাদের জমায়েত
ও সভা রবিবার, জুলাইয়ের চোদ্দ তারিখ রোটারি সদনে বেলা দুটো থেকে………