পুকুর বাগান জংলা বাড়ি
খেলনা, শাড়ি,
বইএর পাহাড়,ভাঙা বাসন
উঠোনমাঝে টিউবওয়েল-
ছোট্ট দোয়েল,
শানবাঁধানো লাল মেঝেতে
গড়াগড়ি,
পেয়ারা গাছে আমের পাতার
জড়াজড়ি,
রং চটা ছাত,
দেওয়াল বেয়ে শ্যাওলা নামে-
বন্ধু স্বজন পাড়ার মানুষ এক উঠানে,
সামনে মাঠে মন্দিরে
সব বাচ্চাগুলো।
ভাঙছে বাড়ি – স্বজন পাড়া,
ভাঙছে তোমার ভালবাসা
-অট্টালিকা আকাশ ছোঁয়া।
ছিন্ন শিকড় খুঁজতে চলে
কাঠপিঁপড়ে লাইন করে;
তুমিও খোঁজো নতুন বসত-
অন্য স্বজন নতুন পাড়া,
নতুন করে হারিয়ে যাওয়া,
একলা কোথাও খুঁজতে যাওয়া
আকাশ পারে – নতুন বাড়ি ,
ছিন্নমূলের ঠিকানা নেই
আছে শুধু চলে যাওয়াই।
ডাক্তারির কথকতা: ৮ একুশে আইন
ডাঃ মহেন্দ্রলাল সরকার ছিলেন উনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ভারতীয় চিকিৎসক ও বিজ্ঞান সাধক। তিনি অত্যন্ত সত্যনিষ্ঠ, জ্ঞানী অথচ কাঠখোট্টা মানুষ। শোনা যায়, তিনি এমনকি যুগপুরুষ