আরেকটা ঢেউ আসছে কিন্তু, সামাল সামাল ভাইসবেরা,
মাঝদরিয়ায় দুলছে এ দেশ, অনেক দেরী কুলে ফেরা।
আরেকটা ঢেউ আসছে আবার, মাস্ক সামলাও মাল্লা মাঝি,
ঝাপটাতে ফের বিষ ছড়াবে, এই জীবাণু এমন পাজী।
দেশের মানুষ পাচ্ছে যত, বিদেশে তার যাচ্ছে দ্বিগুণ,
ভ্যাক্সিনই আজ বিশ্ব জুড়ে ডিপ্লোম্যাসির যন্ত্র নিপুণ।
কাজেই দাদা, তোমার ভাগে আসবে কখন তা অজানা
কম কোরো না মাসকাবারির সাবান-স্যানির বাজেটখানা।
লকডাউন কি আবার হবে? পরিযায়ী ফের কি পথে?
তোমার আমার বর্তমানই জানাবে তা ভবিষ্যতে।
আগের বারের ভুলের থেকে শিক্ষা কি কেউ নিলো আদৌ,
এবার সেসব বোঝা যাবে জীবন যখন দোলাবে ঢেউ।
জীবিকাটাও নড়বড়ে আজ, আগের ঢেউয়ের কামড় খেয়ে,
কয়েকজনই আরো ধনী কোভিডমারীর সোপান বেয়ে।
বাদবাকি সব ছা পোষাদের রোজগারে ফের হলে ক্ষত,
প্রাণে যদি নাও বা মরি, থাকবো কি আর বাঁচার মতো?
আরেকটা ঢেউ আসছে আবার, ঢিল দিওনা মাল্লা মাঝি,
ভ্যাক্সিন নয়, এই লড়াইয়ে সাবান এবং মাস্কই বাজী।
কালকে জাহাজ কোথায় যাবে, বৈঠা সেটা বলবে আজই।
বা রে ছেলে, বা!