আজ WBDF, SSU ও অন্যান্য সংগঠনের উদ্যোগে এবং দক্ষিণ ২৪ পরগনা এ পি ডি আর-এর ব্যবস্থাপনায় আমফান সাইক্লোন ত্রাণ ও স্বাস্থ্য শিবির আয়োজিত হলো কুলতলির মৈপিঠ কোস্টালের নগেনাবাদে আদিবাসী মুন্ডা পাড়ায় এবং কৈখালিতে। কলকাতা থেকে যাওয়া সিন্টুর সুদক্ষ হাতের গাড়িতে চিকিৎসা দল জামতলা রোডে প্রিয়র মোরে পৌঁছে দুটো দলে ভাগ হয়ে যায়।
ডা. শুভজিৎ ভট্টাচার্য, ডা. অয়ন দাস, পরিক্ষীত রায় এবং সঙ্গীতা পাল প্রথম শিবিরটি চালান। ১২৩ জনকে দেখা হয়। সাধারণ গা হাত ব্যথা থেকে উচ্চ রক্তচাপ ইত্যাদি অনেক সমস্যা নিয়ে রোগী আসেন।
ডা. অর্ক মুখার্জি, ডা. রাহুল দেবনাথ, সঞ্জয় চৌধুরী, সদীপ থাপা ছিলেন দ্বিতীয় দলটিতে। এরা ১২৭ জনকে দেখেন।
দুটি জায়গায় ডাল, ভাজা, মাছ ও কাঁকড়া সহযোগে গরম ভাত সবাই উপভোগ করেন।
সংগঠকদের পরিশ্রম ও উদ্যোমে দুটি ক্যাম্পই সুষ্ঠুভাবে সমাপ্ত হয়।