ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টরস’ ফ্রন্টের প্রেস বিজ্ঞপ্তি
এপ্রিল ১১, ২০২৫
আপনারা সকলেই জানেন ২০১৬ সালের SSC রিক্রুটমেন্টকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিভাগ ও সমস্ত শিক্ষাক্ষেত্র জুড়ে যে ব্যাপক দুর্নীতির চিত্র সামনে এসেছে তা আমাদের সবাইকে স্তম্ভিত করেছে। এখনও অবধি SSC-এর অসহযোগিতার জন্য যোগ্য এবং অযোগ্যদের মধ্যে বিভেদ করতে পারা যায়নি। সেই কারণ দেখিয়ে মাননীয় সুপ্রিমকোর্ট ওই প্যানেলের সমস্ত শিক্ষাকর্মী অর্থাৎ প্রায় ২৬০০০ জনের চাকরি বাতিল করেছেন। এই রায়ে সেইসব দুর্নীতিপরায়ণ লোকেদের কোনও শাস্তি হলোনা যারা সুপরিকল্পিত ভাবে রাজ্যের ভবিষ্যতের সাথে এই বিশ্বাসঘাতকতা করলো, এই রায়ে সেই অসৎ মানুষগুলোকে চিহ্নিত করার কোনও চেষ্টা হলোনা, যারা টাকার বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে চাকরি পেলো, এই রায়ে শাস্তি হলো সেই সমস্ত যোগ্য শিক্ষকদের যারা পরিশ্রম করে সৎ ভাবে পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং প্রায় ছয় বছর ধরে শিক্ষকতা করলেন। এই রায় অত্যন্ত অমানবিক এবং ভবিষ্যতে শিক্ষিত মানুষের সৎ ভাবে জীবিকা নির্বাহের অধিকার নিয়েও প্রশ্ন তৈরী করেছে।
যোগ্য এবং অযোগ্যদের মধ্যে স্পষ্ট বিভেদ করে যারা যোগ্য ভাবে চাকরি পেয়েছেন তাদের সসম্মানে চাকরিতে পুনর্বহাল করার দাবিতে গতকাল শিয়ালদা থেকে ধর্মতলা মহামিছিল ও আজ এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন যোগ্য ভাবে চাকরি পেয়েও চাকরি হারানো শিক্ষকরা। এই মুহূর্তে বিকাশ ভবনে শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধিদের সাথে দীর্ঘ বৈঠক শেষে বেরিয়ে এসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন তাদের দুটি দাবি অর্থাৎ, যোগ্য অযোগ্যদের লিস্ট ও omr sheet এর mirror image প্রকাশের দাবি তারা মেনে নেবেন কিন্তু তা কার্যকর হবে রাজ্যের আইনজীবীদের সাথে আলোচনা করে। বাকিরা এখনও রাস্তায়, তাদের দাবি নিয়ে অবস্থান করছেন। তাদের আন্দোলনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তারা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। আমরা WBJDF এর তরফ থেকে সর্বতোভাবে আন্দোলনরত যোগ্য, বঞ্চিত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পাশে আছি।
অনশনরত ও অবস্থানরত শিক্ষক শিক্ষিকাদের স্বাস্থ্য বিষয়ক ক্ষেত্রে যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, আমরা সিনিয়র চিকিৎসক সংগঠনদের সাথে যোগাযোগ রেখে চিকিৎসক/ স্বাস্থ্যকর্মীদের টিম প্রস্তুত করছি যাতে কোনো এমার্জেন্সি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
আমরা এই ন্যায্য দাবির আন্দোলনের সংহতিতে থাকার অঙ্গীকার করছি। অভয়ার ন্যায়বিচারের আন্দোলন ঠিক যেমন ব্যাপক নাগরিক আন্দোলনের রূপ পেয়েছিল, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের এই আন্দোলনের পাশেও ঠিক সেভাবে সমাজের প্রতিটি স্তরের মানুষ এসে দাঁড়ান। স্বাস্থ্যক্ষেত্রের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে এই যে ব্যাপক দুর্নীতি, আজ যার বলিদান শুধু যোগ্য বঞ্চিত শিক্ষকরাই নন, গোটা রাজ্যের সরকারি শিক্ষাব্যবস্থা- তার বিরুদ্ধে দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ সোচ্চার হোন।