একদা এক ব্যক্তি এক জিনের সন্ধান পান, সে যে কোন কাজ করে দিতে পারে। কিন্তু শর্ত একটাই- তাকে কাজ দিয়ে যেতে হবে, নইলে তার মালিককেই সে মেরে ফেলবে। যাইহোক সেই ব্যক্তি ওই জিনকে দিয়ে কাজ করিয়ে করিয়ে ভালোই চলছিল- কিন্তু এবার তো আর কাজ খুঁজে পায়না! জিন তাকেই মারতে উদ্যত হয়।
এমন সময় পাশে ছিল একটি কুকুর, তাকে দেখে ওই ব্যক্তির মাথায় একটা বুদ্ধি আসে। সে জিনকে বলে ওই কুকুরের লেজ তুমি সোজা করে দেখাও। জিন এখনো সেই কাজটা করে চলেছে।
সেই জিন হলাম আমরা, জনগণ।
আর সেই কুকুর হলো তৃণমূল কংগ্রেস।।