বোকার হদ্দ একটা মানুষ, সুর ছিল না তাল ছিল না,
কালিদাসের মতন মেধা, কিন্তু কাটার ডাল ছিল না।
তবু সে খুব ঝোঁকের বশে উঠতে চাইত বৃক্ষশীর্ষে।
ভাবত মনে সত্যি পারবে। সত্যি বোধহয় মস্ত বীর সে।
কীসের জন্য এ অন্বেষণ, ভাবলে সেটা অবাক কাণ্ড।
দিগন্তপার দৃষ্টি মেলে, খুঁজছে বোকা এ ব্রহ্মাণ্ড।
তন্ন তন্ন হাঁটতে চাইছে… মাত্রা ভাঙার অকল্পনায়
সমান্তরাল সব পৃথিবীর রাস্তারা যায় কোথায় কোথায়!
এ সব নেহাত কথার কথা, রাগের কথাই। সেই বোকাটা
বুঝতে চায় না তার আসলেই মাথার স্নায়ুতন্ত্রী কাটা।
নইলে সে খুব সহজ ভাবেই সরল অঙ্ক বুঝতে পারত
তুই যে তেমন সুজাতা নোস্, আর সে ও নয় সে সিদ্ধার্থ।
বৃক্ষারোহন পর্ব তো শেষ। এখন তাকে শুধোচ্ছি যেই…
মলিন হাস্যে বলছে বোকা, নেই সুজাতা… কোত্থাও নেই!