খবরে পড়ছি গত ১০ বছরে নাকি গাছের সংখ্যা এই শহরে ৩০ % কমে গেছে।
২০০৮-এ যখন দেশে ফিরি তখন ইএম বাইপাসের ধারে প্রচুর গাছ ছিলো। অনেক পাখি আসতো। বাইপাস ধরে গাড়িতে, হেঁটে বা রিক্সা করে যাতায়াত করতে খুব ভালো লাগতো। ২০১১-এ রাজনৈতিক পালাবদলের পর বাইপাসের রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয় (দুটো ঘটনার মধ্যে সম্পর্ক নাও থাকতে পারে)।
তবে এক রাতে গড়িয়া থেকে রুবি বাইপাসের রাস্তার ধারে সব গাছ কাটা পড়েছিল। কোনো প্রতিবাদ, প্রতিরোধ হোলো না। পরিবেশবিদ সুভাষ দত্তবাবু তখন বোধহয় ছুটিতে ছিলেন।
খবরের কাগজে পড়েছিলাম ফিরহাদ হাকিম বলেছিলেন , ওই সম পরিমাণ গাছ অন্য কোথাও লাগানো হবে।
হয়েছে কি? জানি না। মনে হয় না।
এপ্রিলের শেষের দিকেও কলকাতায় কোনো বৃষ্টি নেই। এর সাথে গাছ কাটার কোনো সম্পর্ক নেই এরকম কেউ বললেও বিশ্বাস করবো না। শুধু গাছগুলোর জন্য একটু মন খারাপ হয়।