মেয়েরা উচ্চশিক্ষিত হলেই কি “self-worth ” বুঝতে শিখে যাবে?? উপার্জনে সক্ষম হলেই কি আত্মমর্যাদা বিষয়টা বুঝতে শিখবে?? উচ্চশিক্ষা, অর্থনৈতিক স্বনির্ভরতা গুরুত্বপূর্ণ কিন্তু যথেষ্ট নয়…. একটা পুরুষতান্ত্রিক সমাজের conditioning আসলে এতটাই গভীর যে শুধু পুঁথিগত শিক্ষা দিয়েই নিজেকে সমমর্যাদা দিতে বা সম-মানুষ ভাবতে শেখা যায় না হয়তো….
পারিবারিক শিক্ষা, মানসিকতা,সামাজিক দৃষ্টিভঙ্গি এসব কিছুর উপরেও অনেক কিছু নির্ভর করে…!
কেরালায় post-graduate -trainee ডাক্তার মেয়ে, পণ-এর দাবীতে বিয়ে ভেঙ্গে যাওয়ায় আত্মহত্যা করেছেন!! পণের দাবী করলেই আত্মমর্যাদার খাতিরে বিয়ে ভেঙ্গে দিয়ে মাথা উঁচু করে বাঁচার কথা ভাবার মতন জোর পাননি হয়তো!! খুবই দুর্ভাগ্যজনক!!