পড়ুয়ার চাপ কমাতে, বাবুরা ভীষণ সদয়,
মগজের এমন দশা, এবারই প্রথম বোধহয়,
বাদ যান চার্লস ডারউইন, দিমিত্রি মেন্ডেলিয়েভ,
মোগলও খটমট, ফটাফট বাদ অতএব।
আহা রে নবম দশম, কত কি শেখার জিনিস,
এ যেন প্রেশার কুকার, সিটি-তেই জীবন ফিনিশ,
ভেতরে সেদ্ধ হলো, না জানি স্বপ্ন কত,
সিলেবাস সহজ হলে, সবই যা সত্যি হতো।
যদিও আজকে যারা, নানাদিকে ভালোই সফল,
তাদেরও নাইন-টেনে, ছিলো সেই এক খ্যাঁচাকল।
ডারউইন লামার্ক ডিভ্রিস, পিরিয়ড মৌল সারি
আর ‘আবার বাবার জ্বর’এ, সিলেবাস ভীষণ ভারী।
তবুও সামলে সেসব, গিয়েছে সাতটা দশক ,
হয়নি কোথাও ওরা, ভয়ানক মেধার নাশক।
সেসময় লেটার পেলে, পাড়া জুড়ে চওড়া হাসি,
আজকের প্রজন্মরা, ফেল ভাবে মিললে আশি।
যেখানে প্রথম দশে, পড়ুয়া শ’ পেরোনো,
সেখানে সিলেবাসে, থাকে কি জুজু কোনো?
বাপ জ্যাঠা যা জেনেছে, এরা তার বেশিই জানে,
সিলেবাস সরল করার, তবে কি অন্য মানে?
মোগল তো যাচ্ছে বোঝা, ভ য়ানক ব্রাত্য তাঁরা,
ইতিহাস বদলাতে চান, টঙে চড়ে আছেন যাঁরা।
যদিও বুঝছি না ঠিক, বাদশাহি করলে ফিকে,
কিভাবে পড়বে তবে, প্রতাপ আর শিবাজীকে?
ডারউইন আজ থেকে নন, বরাবরই বিরাগভাজন,
চিরকালই তাঁর মতামত, ধর্মের নিমের পাঁচন।
খ্রীষ্টান খাপ্পা আগেই, ইসলামও তাঁর বিরোধী,
খামোখা হিন্দু কি আর, থেকে যাবে তাঁর দরদী!
কিন্তু মৌল টেবিল, কোন দোষ করলো যে সে
কেন তাকে জানবে না কেউ, ক্লাস টেনে আমার দেশে,
সে কারণ বুঝছি না হে, শুধু মনে ধন্দ জাগে,
লক্ষ্য কি তেল কমানো, শিক্ষার জ্বিন-চিরাগে?
বিজ্ঞান ঢুকলে মনে, নানাবিধ প্রশ্ন জাগে,
তাই কি সিলেবাসে, ক্রমে কম সেই বিভাগে?
নয় স্রেফ সহজ করা, বোঝা যায় মোটাদাগে..