ভুলিয়ে দেবার চেষ্টা ছিল, মনে রেখেছি তবু
মেয়ে যখন ছিন্নভিন্ন… তার সে চেহারাটি।
সাজানো এক মঞ্চে আহা শুয়ে আমার মেয়ে…
গুছিয়ে রাখা সাজানো সব প্রমাণ পরিপাটি।
রাক্ষসী সে দারুণ ভীতু, মেয়ের মৃত্যুতে…
কোথাও যেন টোল না পড়ে, চুরির খনিটার।
জুরিসপ্রুডিন্স অধ্যাপককে ঘুমের থেকে তুলে
সারাটা রাত জেগে সে নাকি করেছে মনিটার
সঙ্গী ছিল, হায়না আর সে যেন গোয়েবলস।
খুনিরা ছিল নিষ্ঠুর আর ঘৃণ্য সহপাঠী
এমএলএ ছিল পোষা কুকুর, চুরির এঁটোখেকো।
চুল্লী ছিল হা হা আগুন। পুড়েছে কন্যাটি।
সুয়োমোটোয় বিচার ছিল ক্রোধ কমিয়ে দেবার
কেন্দ্রে আর রাজ্যে ছিল সমূহ সমঝোতা
বাবা মায়ের অশ্রুধারা শুকিয়ে গিয়েছিল
প্রমাণ লোপে ওদের ছিল দারুণ দক্ষতা।
তবুও মনে রেখেছি সব। আজও বিচার চেয়ে
বেঁচে সে নেই তবুও রাজপথেই শুয়ে মেয়ে।
★