ভয় দেখাবি,জেলে ভরবি,
ভয় পাবো না
রুখে দাঁড়াবো।
ব্যারিকেড দিলে, লাঠি তুললে
চোখে তাকাবো-
রক্তচোখে।
হাজার পুলিশ-তোমার লেঠেল
গর্তে ঢোকে,
প্রবল ভয়ে।
পথ বেঁধেছিস,আলো কেটেছিস,
ঘর ভেঙেছিস
এই সময়ে
আকাশ আছে মাথার ওপর
ছাতা হয়ে-
ভয় করিনা।
ভীষণ প্রেমে,ভীষণ ক্রোধে
হাত ধরেছি
সাথী তোমার-
দ্রোহের আগুন অশ্রু হয়ে
নামছে আমার
দুগাল বেয়ে
চোখ ছাপিয়ে,
এতো প্রেম ছিলো,এতো ক্রোধ ছিলো
চোখের জলে?
ভীষণ কষ্টে ভাঙছে শরীর
ঝরছে রক্ত, ঝরছে অশ্রু
শক্ত করে হাতটা ধরো
আরও জোরে কন্ঠ ছাড়ো।
Memoirs of An Accidental Doctor: প্রথম পর্ব
হঠাৎ আমার লেখাপত্রের এমন ইংরেজি শিরোনাম কেন দিলাম, তাই নিয়ে বন্ধুরা ধন্দে পড়তে পারেন। আসলে কয়েক পর্বে যে লেখাটা লিখতে বসেছি, এর চেয়ে উপযুক্ত নাম