ফিরে আসা কি অতই সহজ?
অতই সহজ আগুন জ্বালা?
বহুযুগের কালি মেখে
অভিমানের চাদর ঢেকে,
টানাপোড়েন ভুলে গিয়ে আগের মতোই রাস্তা চলা?
প্রায়শ্চিত্ত জলের মতোই
ধুয়ে দেয় সে রঙ ও কালি।
মনের ভিতর কাঁটার খোঁচা
প্রতিটি দিন মরেই বাঁচা।
অভ্যাসে সে আগের মতোই দুহাতে দেয় করতালি।
প্রয়োজন তো দু-তরফেই
বিপদ আছে বার দুয়ারে,
স্বার্থ আছে দ্ব্যর্থবোধক
শক্তি জড়ো প্রতিরোধক।
অভিমানের বেড়া ভেঙে আসবে কাছে দ্বন্দ্ব ছেড়ে।
তবুও এসো একটি বারে
একটাই তো সুযোগ আছে,
তারা এখন রাস্তা দেখায়
খোলা আকাশ বাঁচতে শেখায়-
দূরকে ভুলে পরাণ খুলে ফিরে এসো প্রাণের কাছে।