★
হিসেব মতন সময় এলেই
সবটা সত্যি পালটে দেব।
বিষ স্যালাইনে মায়ের মরণ।
কন্যা পাচার কন্যা হরণ…
লোপাট করব হত্যা প্রমাণ
কোথায় কে আজ রোরুদ্যমান?
বুলডোজারে করব সমান
উচ্চ গলার এ মাঠটাকে
সুমসৃণ এই খেলার মাঠে
জমবে খেলা। খেলা হবেই।
খেলব আমার ইচ্ছে যা চাই
ভোট এলে ফের করব যাচাই
কেমনটি হাড় রক্তমাংস
চিবিয়ে খেতে কেমন লাগে
আনুগত্যের সব শতাংশ…
চিন্তা কীসের? ডোন্ট পরোয়া
শিউরে উঠছে গায়ের রোঁয়া?
অতই সহজ তোদের ছোঁয়া?
আয় বাছারা… মানুষকে খা।
প্রশ্ন উঠলে আমায় দেখা।
রণের বনের প্রশ্নপত্র
একলা আমিই পালটে দেব
হিসেব মতন হিসেব কষে
সকল সত্যি সালটে দেব।
সত্যি হিসেব সালটে দেব।
★