ডিসেম্বর ১৬, ২০২২
আজ দুপুরে হাইকোর্ট নিযুক্ত বিশেষ অফিসার ওয়েস্ট বেঙ্গল মেডিকাল কাউন্সিল দপ্তর থেকে নির্বাচন সংক্রান্ত সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করে হাইকোর্টে নিয়ে গেছেন। আর বিকাল বেলায় এক আদেশনামায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর মেডিকাল কাউন্সিল নির্বাচনে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-এর দুই প্রার্থী, এক প্রার্থীর পত্নী এবং দুই কাউন্টিং এজেন্টকে প্রতিহিংসামূলক বদলি করল।
ডাঃ বিষাণ বসু ন্যাশানাল মেডিকাল কলেজ থেকে বদলি হলে ঝাড়গ্রাম মেডিকাল কলেজে, যেখানে রেডিওথেরাপি বিভাগেরই অস্তিত্বই নেই। ডা পরাগবরণ পাল সাগর দত্ত মেডিকাল কলেজ থেকে বদলি হলেন পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকাল কলেজে। ডা মানস কুমার গুমটা এবং ডা সরস্বতী দত্ত যথাক্রমে সাগর দত্ত মেডিকাল কলেজ ও মেডিকাল কলেজ কলকাতা থেকে বদলি হলেন বাঁকুড়া মেডিকাল কলেজে। রামপুরহাট মেডিকাল কলেজ থেকে ডা তুলিকা ঝাকে বদলি করা হয়েছে রায়গঞ্জ মেডিকাল কলেজে।
রাজ্যের চিকিৎসক সংগঠনগুলি সরকারের এই প্রতিহিংসামূলক আচরণের তীব্র নিন্দা করেছে।