আজ্ঞে, আপনাকে কখনো দেখিনি।
যদিও, প্রতীকটা ভালোমতো চিনি,
তা আজকে হঠাৎ আমার দোরে?
ও বুঝেছি, রাজা হবেন, তাই ফেরা ভোট ভিক্ষে করে।
তা ,কী যোগ্যতায় হবেন রাজা?
সার্টিফিকেট আছে যা যা, বের তো করুন,
দেশের হাল তো বেজায় করুণ,
শিক্ষা দেখি, দীক্ষা দেখি, চারিত্রিকের আসল মেকি
সেই ব্যাপারে সমীক্ষা কী, দেখতে হবে,
পালটিয়ে রঙ অন্য ভড়ং কী করেছেন কোথায় কবে,
বলুন দেখি সবিস্তারে।
আরে একি, ষণ্ডাগুলো আমায় মারে, ব্যাপারটা কী!
বলছে দয়া করে এলেন, করতে সেলাম জানিস না কি?
সেলাম হুজুর সেলাম, মারের চোটে গেলাম,
আপনি এলেন আমার দ্বারে, ধন্য পরম হলাম,
মারতে পারেন, ছাড়তে পারেন, অধম কেনা গোলাম।
মানছি মালিক মানছি,
এই যে দেখুন মাথা আমার পায়ের কাছে আনছি,
আমার শিরই বনুক সিঁড়ি,
আপনি চড়ুন হেভেন,
আর যদি এই মুখটি খুলি, জিভটা কেটে নেবেন।
এড়িয়ে এসব মারামারি, যেতে যেতে পাশের বাড়ি,
প্রার্থী শুধু হেসে বলেন,
‘ভোটটা আমায় দেবেন।’