????
ডুবে গেছে সব জল লোনা জলে ; জল নেই আমাদের ; ওহে নাগরিক –
চেয়ে দ্যাখো লোনা জলে ডোবা চারিদিক – চারিদিক।
আমাদের জলে ভাসে লোনা জলে মরা মাছ , জলে ভাসে মরা গরু – মরে যাওয়া ছাগ আর উপড়ানো গাছ ।
আমাদের বাড়ি ভাঙা – জানো উড়ে গেছে চাল ?
ভরসা এখন শুধু ডাঙা – আর এই জন্মভাঙা আমার কপাল ।
ডাঙা ? জানো তুমি কোনখানে পাবো ডাঙা ? কোনখানে ?
জল থৈ থৈ – জল থৈ থৈ,জল গোটা জমিন আর আসমানে ।
লোনা জলে গেছে ভেসে – ঐখানে গেছে ভেসে –
চাষ আবাদ সব গেছে লোনা জলে ডুবে ,পথে দাঁড়িয়েছি শেষে ,
পড়ে আছি বেঁচে থাকা প্রাণ – দ্যাখো চেয়ে শুধুমাত্র প্রাণ ,
আমাদের কী তুমি দেবে বন্ধু ? ত্রাণ ?
গড়ে দাও নদীবাঁধ – পাকা করো ঐ নদীবাঁধ –
পাকা ছাদ গড়ে দাও – এসে আমাদের পাকা ছাদ ।
আবার আসুক ঝড় – তুফান নামুক – জোয়ারের তোড়-
ঘরে থেকে দেখে নেবো – কতো তার জোর ।
Osadharon Dipankar Ghosh. Arro chai!
ধন্যবাদ ভাইটি