আজ বাদে কাল বাগান ছেড়ে যেতেই হবে, বাঞ্ছারাম।
যতই জমি নিরেন দিয়ে,
খুরপি কোদাল খুব কুপিয়ে
যত্নে বসাও কাঁঠাল লিচু , একবছরেই ফলার আম,
স্বপ্ন কিছু বাকি রেখে,
উঠতে হবে এখান থেকে,
ছাড়তে হবে বাগানটাকে নিজের ভাবার এই আরাম
চাইলে পরেও যায় না থাকা, যেতেই হবে বাঞ্ছারাম।
মালি কেমন ছিলে তুমি, যাওয়ার পরেই তার বিচার,
তোমার তখন নেই ক্ষমতা দিতে বেড়ার গণ্ডী আর
ভুল আগাছা ফুলের ভানে,
বাড়িয়ে গেছো কি বাগানে,
কিংবা এমন গাছ পুঁতেছো, ফলনবিহীন বেকার কাম,
আগলে রাখা সারা জীবন,
রদ্দি নাকি অরূপরতন,
ঠিক কতটা সফল হলো চোখের জল আর মাথার ঘাম
তোমার যাওয়ার পরেই সেসব হিসেব হবে বাঞ্ছারাম।
একটা আয়ু বাগান করার, অনন্ততে একটু ফাঁক,
জন্ম হলেই পুঁতবে সময় তারিখ মেপে নটে’র শাক।
গল্প কারোর অল্প দিন,
শ’ ছুঁয়ে কেউ খুব প্রাচীন,
একদিন ঠিক মুড়োয় নটে, রোলকলে যেই উঠবে নাম,
যে কেউ যখন হবে ছবি,
নিজের ভাবা বাগান সবই,
পরেরদিনই জীয়ন্তদের কাছে সটান হয় নিলাম,
তুমি তখন অতীত শুধু, খেয়াল রেখো বাঞ্ছারাম।
মানুষ কেবল বর্তমানেই খুরপি কোদাল পায় হাতে,
দেখার ব্যাপার কী বীজ পুঁতে বাগান করে কেউ তাতে
বিষের গাছকে সুধার ভ্রমে
করলো বাগান পুরোদমে
এমন কত লোক রয়েছে, আমৃত্যু যার ভেদ-ব্যারাম,
আজ যে বাগান ভীষণ দামী,
কালকে ফেলে দেয় আগামী
ঘড়ির কাঁটা দৌড়ে চলে, একটু বোঝো আজ-এর দাম
যত বড়ই হও না মালি, সময় তোমার নয় গোলাম।
আজ বাদে কাল বাগান ছেড়ে যেতেই হবে বাঞ্ছারাম।