মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের কাজ চলছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তিনটি ওয়ার্ডে। ৮০ নম্বর ওয়ার্ডের একটি বস্তি ইন্দিরাপল্লী। বয়ঃসন্ধিতে বিয়ে এবং শিশুজন্ম, ঘরে প্রসব, শিশুদের টীকা না পাওয়া– সব মিলিয়ে এক ভয়াবহ চিত্র। সেই চিত্র তুলে ধরা হয়েছে এই ছোট তথ্যচিত্রে।
আমার অশৌচ এবার। আমার মানবিকতা মারা গেছে।
সময়টা রাত দু’টো, অনশনের ৫৩ ঘন্টা অতিবাহিত, আন্দোলনের ৫৯ দিন। সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই। অনশন প্রাঙ্গনে লুটিয়ে পড়লেন একজন- না কোন অনশনকারী নন। একজন সল্টলেকে