তোর জন্য একটা আদিদাসের ব্যাগ কিনবো। ব্যাগে ভরে’ তোকে আমার সম্পত্তি দিয়ে দেবো। এক আকাশ তারা দেবো, গোটা হিমালয় দেবো, একটা সমুদ্রসৈকত দেবো আর নিষ্ঠুর ঘন জঙ্গল, আর একটা ব্যাঙ্কের শূন্য বই দেবো… আমার সম্পত্তি।
বন্ধুরা যখন পাহাড়ে যায়, আমি তাদের সঙ্গী হই,
ছবি দেখে মন ভরাই।
এরপর তুই যখন কোনও পাহাড়ের দুর্গম পথে
বা গহীন বনে ঘুরবি-তোর সঙ্গী হবো।
অন্যদের সেকেন্ডহ্যান্ড বর্ণনা শুনবো না আর,
তোর চোখ দিয়েই দেখবো।
আরও কয়েকটা জিনিস দেবো তোকে-
একটা সস্তা গীটার, পুরোনো মাউথ অর্গ্যান,
একবুক সুর আর একটা ছেঁড়া দাবার ছক।
এর থেকে বেশী কিছুই আমার নেই।
আর দিলাম, উত্তরাধিকার সূত্রে কিছু বোধ, রুচি
আর গোটা পৃথিবী।
নিজের মেধা আর ক্ষমতা দিয়ে জিতে নে
নীলকন্ঠ পাহাড়ের সূর্যোদয়,
কিন্নর দেশের ভয়ানক বৃক্ষহীন পাথুরে হিমালয়-
গোটা পৃথিবীময় অতুল ঐশ্বর্য পড়ে আছে।
কোনও তাঁবুতে বসে
সন্ধেবেলা
বাঁ হাতে কফির মগ,
ডানহাতে ক্যামেরাটা নিয়ে দেখে নিবি-
কোথায় কোথায় পেলি সেই
অমূল্য রত্নরাজি।।