বাসব, ভুলটা আপনারই। শিরস্ত্রাণ না পরে আপনি যুদ্ধে নেমেছিলেন।
ভেবেছিলেন আপনার বিদ্যা ও ব্যাখ্যায় সভ্য বিতর্ক হবে,
বোঝেন নি হে প্রসূতি-অভিজ্ঞ, মৃত্যুতে ডাক্তার হবেই ভিলেন,
কিছু মৃত্যু যে দুর্ঘটনাই, সে সব বোঝার মন মরে গেছে কবে!
ভুলটা আপনার গোড়া থেকে। একনম্বর ভুল, আপনি চিকিৎসক। দুই, আপনি পশ্চিমবঙ্গে,
তিননম্বর আর মোক্ষম ভুল, আপনি আপাদমস্তক শালীন ও ভদ্রলোক,
এরকম পরিস্থিতিতে ভিড় ঠিক যা যা করতে পারে আপনার সঙ্গে,
সেটাই হয়েছে। বিরোধী নরম হলে আঁচড়াতে সুরসুর করে ওঠে নখ।
বিরোধী। কথাটা মনে রাখবেন বাসব। অসফল চিকিৎসায় শত্রু ডাক্তার,
চেষ্টার ত্রুটি রাখেননি সেটা যতই অকাট্য তথ্যপ্রমাণে পেশ করুন ,
মৃত্যু মানেই গাফিলতি। এই ব্যাপারে নেই সামাজিক রাখঢাক আর,
ডেঙ্গু হোক বা ক্যানসার, চিকিৎসা চলাকালীন মারা গেলে সেটা খুন।
আজ আপনি নিভৃতে কাঁদবেন বাসব। অপমানে নয়,
আপনার রোগিনীর জন্য।
আপনি তাঁর সেনাপতি ছিলেন, তাঁর আশা আকাঙখার কাণ্ডারী, আগামী সুখের অংশীদার।
এভাবে মৃত্যুর কাছে হেরে গিয়ে যে শোক, তার তুলনায় ওই থাপ্পড়ের জ্বালা নগন্য,
এ বিষের ব্যথা বোঝে শুধু দুনিয়ার সব কোণে ব্যর্থ লড়াই করা যত ডাক্তার।
ভুলটা আপনারই বাসব। আপনি ওদের ভেবেছিলেন নিজের দলের লোক ।
বর্ম শিরস্ত্রাণহীন গিয়ে পড়েছিলেন যুদ্ধের মধ্যে, কাজেই যা হওয়ার ….
আশা করি এইবার খুলে যাবে চোখ।
কাঁদুন বাসব মুখার্জি। শুধুই রোগিনী নন, বিশ্বাসও মৃত তাই আসুন পালন করি সারারাত শোক।