দেখে জ্বর সর্দি,
খিল এঁটে দোর দি
কেউ না বেরোয় যেন
ধারণাতে জোর দি।
আরে কাম সারসে
থাকে নাকি নার্সে
আটকিয়ে দাও তাকে
মহা বাঁশঝাড় সে।
হোথা থাকে ডাক্তার
আসে রোজ ডাক তার
করোনাও আসে যদি
খুঁজে খুঁজে ফাঁক তার!
সুতরাং আটকা
খেলা নয় ফাটকা
কোভিডকে দেওয়া হবে
পুরো খোলা মাঠটা।
যদি হেল্থ কর্মী,
নেই সহমর্মী
আলাপ তাদের সাথে
যুদ্ধের ধর্মী।
কোভিডের হামলায়
যারা ঠেলা সামলায়
বাড়ি এসে সব কাচে
সাবানের গামলায়।
প্রিয় যারা বাড়িতে,
কোভিডের ঘা দিতে
আনবে কি বয়ে তারা
জামা প্যান্ট শাড়িতে?
কিন্তু যে ধমকায়,
বাজার যখন যায়
তিন ফুট দূরে থাকা
মন কি নিয়মটায়?
করোনা হতেই পারে
ধরে জ্বর যারে তারে
কিন্তু আনেনা সেটা
নার্সে বা ডাক্তারে।
এইভাবে বাধা দিলে,
হিরোদের কাদা দিলে
জ্বর হলে কই যাবে
ভেবো দিদি দাদা মিলে।
দিয়েছিলে আটকে
তাই ঘেঁটে লাট হে
কাছাকাছি ডেকে আনো
শ্মশানের ঘাট কে।
সুতরাং সাবধান
গুজবে বন্ধ কান
কোভিডের যোদ্ধাকে
দিও ঠিক সম্মান।
জ্বর হলে আগে তাঁরা
পরে আসে ভগবান।