একজন অগ্নিদগ্ধ রোগীর শরীরের কত শতাংশ পুড়ে গেছে তা হিসাব করার জন্য একটা ফর্মুলা (Rule of Nines) ডাক্তারির ছাত্রদের শিখতে হয়। ফর্মুলাটি এরকম:
মাথা এবং গলা: 9%
বুক এবং কাঁধ: 9%
পেট: 9%
পিঠের উপরের ভাগ: 9%
পিঠের নিচের ভাগ: 9%
পুরো ডান হাত: 9%
পুরো বাম হাত: 9%
ডান পায়ের সামনের দিক: 9%
ডান পায়ের পিছনের দিক: 9%
বাম পায়ের সামনের দিক: 9%
বাম পায়ের পিছনের দিক: 9%
গোপনাঙ্গ: 1%
——————————————
মোট: 100%
Burn management-এ লেখা আছে বাচ্চা এবং বৃদ্ধদের ক্ষেত্রে 10% এবং বাকি রোগীদের ক্ষেত্রে 15% এর উপর দেহাংশ পুড়ে গেলে তখন তাকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রেখে চিকিৎসা করা উচিত। এর কম হলে বার্ন ইউনিটে ভর্তি না করলেও চলে, প্রয়োজনে বাড়িতে রেখেও চিকিৎসা সম্ভব যদি রোগীকে পরিচ্ছন্নভাবে রাখা যায় এবং নিয়মিত sterile dressing করা হয়।
কিন্তু, কপাল খারাপ হলে আপনাকে 1% বার্নেও হাসপাতালে অ্যাডমিশন নিতে হতে পারে। নিজের কর্মজীবনে এরকম রোগী আমি পেয়েছি। তাই লুঙ্গি পরা অবস্থায় হাঁটু মুড়ে বসে আগুন পোহাবেন না এবং কোলের উপর প্লেট রেখে ধূমায়িত চা/কফি খাবেন না। খুব ঠাণ্ডা পড়েছে। জনস্বার্থে কিছু জ্ঞান বিতরণ করে গেলাম।