ডাক্তার সুব্রত গোস্বামী। ভারতে ব্যথা চিকিৎসার অন্যতম পুরোধা। একাধারে একলব্য ও দ্রোণাচার্য। সরকারি ব্যবস্থায় কোন পরিবর্তন আনা যায় না এই কথাকে ভুল প্রমাণিত করেছিলেন যিনি, যিনি ইএসআই হাসপাতালে করে তোলেন ভারতের প্রথম পেইন ম্যানেজমেন্ট ইনস্টিটিউট।
সুব্রত গোস্বামী আকাশ থেকে পড়েননি। তার গড়ে ওঠার পেছনে ছিল এক বাম মনোভাবাপন্থী পরিবার, মেডিকেল কলেজের গণতান্ত্রিক ছাত্র সংগঠন মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, অল বেঙ্গল জুনিয়ার ডাক্তার ফেডারেশনের আন্দোলন, বর্ধমানের কয়লা খনি এলাকায় শ্রমিক আন্দোলনের পাশাপাশি স্বাস্থ্য আন্দোলনের কাজ, স্বাস্থ্যের ব্যবসায়ীকরণের বিরোধী ও সবার জন্য স্বাস্থ্যের লক্ষ্যে গড়ে ওঠা শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ…
কেবল এক মহান চিকিৎসক বা অনেক মানুষের ভালোবাসার মানুষ সুব্রত গোস্বামী নন, এক নতুন সমাজের স্বপ্ন দেখা সুব্রত গোস্বামী …
সুব্রত গোস্বামীকে স্মরণ করবে তার উৎসের ছাত্র সংগঠন এম সি ডি এস এ এবং যে সংগঠনের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন সেই শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের সহযোদ্ধারা আজ ,১২ ই আগস্ট শনিবার বিকাল ৪ টায় মেডিকেল কলেজের অডিটোরিয়ামে।
সবান্ধব আপনাদের উপস্থিতি কামনা করি।