★
লক্ষ কোটির গল্প দেখি ছেঁড়া কাঁথার আড়াল দিয়ে।
আমরা গাধা, নাটক দেখে মুগ্ধ। ভাবছি, সত্যি কি এ?
এর মধ্যেই কোথায় জানি,
দিন যাপনের আত্মগ্লানি…
পাঁচশ দিনের কান্না যাপন গান্ধীমূর্তি দেয় কাঁপিয়ে।
আমরা বোকা… চ্যানেল-খেকো… দেখছি সেসব বেজায় ইয়ে
কলঙ্কিত নায়কবাবুর অপ্রকাশ্য কয়টি বিয়ে!
কোন রাউন্ডে কেমন তেজি
টাকার হিসেব সোনার কেজি…
হায় Bhaskar, এর মধ্যেই লোপাট তোমার পাওনা ডিএ।
★