শাসক তোমার নেই তো চোখের পর্দা
প্রতিবাদীদের আটকাবে, এত স্পর্ধা!
আজ আমাদের যতই চাইছ দমাতে
পারবে না তুমি মানুষের রোখ কমাতে
যতই আঘাত হানবে তোমার খড়্গ
থামবে না তাতে স্লোগানের এই স্বর গো
প্রত্যাঘাতেই আমরা যুদ্ধে তৈরি
দেখ আজ ঝড়ে কাঁপছে কেমন নৈঋত
কাঁপে দশদিক। দিগন্তে কাঁপে সূর্য।
আর দেরি নেই, ঘনিয়ে উঠেছে দুর্যোগ
এই দুর্যোগে তোমার আসন টলছে
দিকে দিকে আজ দ্রোহের আগুন জ্বলছে
শাস্তি দিচ্ছ? হাহা, যত পারো দাও না
জানো না? তোমারই কী শাস্তি আছে পাওনা?
এবার করব তোমার সর্বনাশটি
শাসক আজকে তোমাকেই দেবো শাস্তি
শাসক তোমারই হবেই কঠিন শাস্তি
গণ আদালতে হবেই তোমার শাস্তি