মিলিটারী হাসপাতাল ফৈজাবাদ
ফৈজাবাদে একটি Infantry Battalion ও Army Supply-এর Transport Training Centre ছিল। Medical Battalion তো আছেই। এদের এবং তাদের Family-দের দেখাশুনার জন্য হাসপাতাল। ছোট হাসপাতাল, নানান সমস্যা হত। Manpower, transport ও দৈনন্দিন কাজকর্মে সকলের সহযোগীতা পেতাম। এছাড়া আমার পুরোনো unit অনেক সাহায্য করত।
ওখানকার IMA এর Secretary Cantonment-এর মধ্যে বাসায় থাকত। আমাদের যাতায়াত থাকত। আমি নিয়মিত ওঁদের Professional Meeting এ যেতাম। কখনও Lectureও দিতাম। এছাড়া Civil Hospital-এর specialist doctors-দের খুবই সহযোগিতা পেয়েছি। ওখানের গাইনোকোলজিস্ট Dr Tandan, Mrs Ghosh এর সঙ্গে খুবই সদভাব ছিল। উনি ওনার স্বাস্থ্যের দিকে পরামর্শ দিতেন।
শহরের আর একজন ডাক্তার বংশপরম্পরায় practice করতেন, ডাঃ ঘোষ। পুরো নাম মনে নেই। ওঁরা আমাদের family friend হয়ে গেছিলেন। ওঁদের বাড়ীতে যাতায়াত ছিল।
প্রথম command তাও হাসপাতালে। খুব উৎসাহের সঙ্গে কাজ করেছি। Peace Station. সেজন্য অনেক জওয়ান family নিয়ে থাকার সুযোগ পেত। তাদের অসুস্থতায় দেখাশুনার ভার নিতে হত। Specialist নেই। Serious হলে যদি পাঠানো সম্ভব হতো, ambulance এ Lucknow Command Hospital by road transfer করতাম। সঙ্গে nursing staff যেত। মাত্র এক ঘন্টার পথ। প্রয়োজন হলে Comnand Hospital থেকে specialist call করতাম।
আমার quarter এ কুন্তলা helper পেয়ে গিয়েছিল। Servant quarter এ থাকত ওই হাসপাতালের ই civilian security staff চেত সিং—সে সব কাজে সাহায্য করত। খুবই sincere O dependable.
আমার ছেলে ও মেয়ের তখন স্কুলে যাবার বয়স হয়েছে। ওখানে Conossa Convent-এ ভর্তি করলাম। আমার quarter-এর পাশে lady doctor থাকত। সকলেই সহযোগী ছিল।
ওই হাসপাতালে একটা বড় সমস্যা ছিল। এক জওয়ান, যে নিকটবর্তী কোন গ্রামের বাসিন্দা, অনেকদিন রাতে কোন criminal কাজ করে এসে hospital-এর personal line-এ এসে আশ্রয় নিত। Unit-এর সকলকে ভয় দেখিয়ে কাউকে কোন কথা বলতে দিত না। JCO- রাও ভয়ে থাকত। পূর্বতন CO এর কোন সমস্যার সমাধান করতে পারেনি। গোপনে তাকে কোনো দূর unit-এ posting-এর ব্যবস্থা করে সমস্যার মোকাবিলা করতে পেরেছিলাম।
Civil Surgeon, Civil Hospital, Faizabad-এর সঙ্গে আমার যোগাযোগ ভালই ছিল। কোন specialist এর advice নিতে আমার কোন অসুবিধা হয়নি। একবার এক government stalf mental patient-এর অনেকদিন চিকিৎসার পর কাজে যোগদানের জন্য final board করতে হল। Civil Surgeon একজন specialist ডাক্তার ও আমাকে member করেছিলেন। আমরা board-এ বসে বাড়ীর সদস্যদের ও হাসপাতালের চিকিৎসারত staff=এর খোঁজখবর নিলাম। Hospital documents ও specialist opinion দেখে patient-কে question করে মনস্থ করলাম—হয়ত fit করা যাবে। এমন সময় হঠাৎ patient civil surgeon-কে মারতে উদ্যত হল সর্বশক্তি দিয়ে। এসময় আমার হাতের stick খুবই কাজ দিয়েছিল। ৪/৫ ঘা দিতেই ঠান্ডা হল। Board শেষ হল। Hospital staff patient-কে নিয়ে চলে গেল।
এমনি করেই হাসপাতালের জীবন ভালোয় মন্দয় কাটছিল। ৮/৯ মাস কাটার পর হঠাৎ আমার posting এসে গেল আসামে তেজপুরের কা চারদুয়ারে আবার Corps Medical Batallion-এ। খবর পেলাম বাংলাদেশের মুক্তি যুদ্ধও আসন্ন। লড়াই এ যেতে হবে। Stipulated date-এ চলে গেলাম Command ছেড়ে।
কিন্তু problem হল earmarked accomodation ছাড়তে হবে। স্ত্রী পুত্র কন্যার security ও education-এর জন্য Station Commander এর পরামর্শ নিলাম। উনি seperated family accomodation-এর জন্য আবেদন করতে বললেন। দিল্লীর কাছে Meerut-এ খালি আছে। ওখানে apply করতে বললেন। এদিকে MH Faizabad-এর নতুন CO এসে গেছে, station headquarter থেকে ঘন ঘন reminder গেল আমার কাছে চারদুয়ারে। Mrs-কে জানালাম। Meerut-এ accommodation পেলাম। ওখানে বন্ধু Major Talukdar আছেন, উনি সাহায্য করলেন আর security তো Station Headquarter Meerut-এর দায়িত্ব। আর medical help-এর জন্য seperated family accomodation-এ psychiatrist Lt. Col Ghoshal ছিলেন সাহায্য করতে।
কুন্তলাকে Civil-এর Dr ঘোষের সাহায্যে lorry ভাড়া করে মালপত্র নিয়ে lorry-র সঙ্গে যেতে বললাম। কারণ আমি আসতে পারছি না। আমার ভাইকে হাওড়া থেকে যেতে বললাম Faizabad-এ lorry-র সঙ্গে যেতে। NCC -র Major Sarkar ও family সাহায্য করেছিল। আমি এক সপ্তাহের casual leave নিয়ে আমি Faizabad গেলাম। Station এ Mrs সরকার এসে বললেন কুন্তলা Meerut-এ চলে গেছে। আমি সোজা Meerut-এ চলে গেলাম। কুন্তলা Major Talukdar- এর সাহায্যে settle করেছে। আমি প্রয়োজনীয় ব্যবস্থা করে ফিরে এলাম চারদুয়ারে।
চলবে…