। বিভাজন।
রাস্তায় বাধা এলে মানুষ বা গাছ হোক, কাটা প্রয়োজন।
বলি ছাড়া ক্ষমতার হয়না বোধন, আহুতি দিতেই হবে কিছু নাগরিক,
গণতান্ত্রিক দেশে লাশ ছাড়া পেরোয় না ভোটের তারিখ।
শবেরা বিভক্ত আজ , কী পতাকা ছিলো তার শিথিল দুহাতে,
বোঝা যায় সেটা দেওয়া নানা তকমাতে। কে ছিলো গুন্ডা আর শহীদ যে কে,
চলে সেই চাপান উতোর। মৃতদেহ শুয়ে থাকে গায়ে রঙ মেখে।
খুনের ইঙ্গিত থাকে সুচারু ভাষণে, কিভাবে সরাতে হয় রাস্তার কাঁটা।
দখল করতে হবে আগে এলাকাটা, ভয় ত্রাস সন্ত্রাস ঘুষ আর মদে।
রাজনীতি চিরকাল পুতুলের নাচ। আড়ালে রামের হাত সব বালী বধে।
নাগরিক এক হলে বড় গোলযোগ, প্রাপ্তির শূন্যতা ধরা পড়ে যাবে।
বাহারী কালচে রঙ যত কিংখাবে, বোঝা যাবে রক্তের ছোপ ওগুলো।
সুতরাং বিভাজনে যাও , শোক ঢেকে দেবে চোখে মোহময় ধুলো।
যারা মরে তারা নাগরিক, ভোটার আধার কার্ড সেরকমই বলে।
হিসেব তবুও হবে কারা কোন দলে। কোনো নেতা বলবে না মরে জনগণ,
ভোট শেষ হলে , কটা নাম কেটে দিয়ে আড়মোড়া ভাঙবেন ভোট কমিশন।
রাস্তায় বাধা এলে, গাছ বা মানুষ হোক, কাটা প্রয়োজন।
আর্যতীর্থ