স্পেন এর গৃহযুদ্ধের সময় এপ্রিল ২৬, ১৯৩৭ সালে স্পেনীয় জাতীয়তাবাদী বাহিনীর নির্দেশে জার্মান এবং ইতালীয় যুদ্ধ বিমান একযোগে উত্তর স্পেনের বাস্ক গ্রাম গের্নিকায় বোমাবর্ষণ করে গুঁড়িয়ে দেয় ওই জনপদ। এই পৈশাচিক হত্যালীলা এর প্রতিক্রিয়ায় পাবলো পিকাসো সৃষ্টি করেন এই নামের বিশ্ব বিখ্যাত যুদ্ধ বিরোধী চিত্রকর্মটি। বীভৎস রসের এই ম্যুরালটি দেখে যে কোনো সংবেদনশীল মানুষের মনে প্রতিক্রিয়া হতে বাধ্য। কথিত আছে যে এক নাৎC গেস্টা পো অফিসার এই চিত্রকর্মটি দেখে বিচলিত হয়ে পিকাসোকে অনুযোগের সুরে জিজ্ঞেস করেছিল, “এইটা আপনার কীর্তি?” পিকাসো সপাটে জবাব দিয়েছিলেন, ” নাহ্, এটা আপনাদের কীর্তি।” আজ অভয়া প্রসঙ্গে তৈরি হওয়া ভাস্কর্যটির বীভৎসতা দেখে আঁতকে উঠে যে সাংবাদিক, যে রাজনীতিবিদ – উকিল সহ যারা শিল্পকর্মটির সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে সেই একই কথা বলা যায়, “শিল্পীকে দোষ দেবেন না, এতো আপনাদেরই কীর্তি।”
বীভৎসতা তো নয়।এতো শিউরে ওঠা ডুকরানো কান্না।
শাসক কে প্রতিমুহুর্তে মনে পরিয়ে দেওয়া তার আয়না।যে এটা শাসক স্বয়ং মমত্বহীন তার দলের। না সরকারের বলব না।কারণ যখন একটা সরকারের এইরূপ প্রতিমূর্তি আঁকতে হয় তখন তা আর সরকার থাকে না।থাকে গেষ্টাপো টাইপের এক দল।সরকার তো জনগণের জনমত নির্বিশেষের সেখানে গণতন্ত্রের জয় হয়।আর এরা তো জোর করে বসে আছে রাজ্য টার ওপরে এক ধর্ষকের দল।