করোনা এমন করো না
এখন এ দেশে রাষ্ট্রের ভোট চলছে!
করোনা এমন করো না
বদ্যিরা ছাড়া তোমার কথা কে বলছে?
করোনা এমন করো না
সব নেতাদের চাহিদা এখন ভোট
করোনা আঁকড়ে ধরো না
ভোট পাবে না মানুষের কোন জোট
করোনা আড়াল করো না
শুধু এই কথাটি বলছে না কেউ এসে
করো না প্রশ্ন করো না!
কেন এক দফা ভোট আট দফা হয় শেষে?
করোনা এ বুক ভরো না
থালা বাজানোর সময় গিয়েছে চলে
করোনা তুমি তো জড় না
থালা পেতে আছি আমরাই দলে দলে
করোনা মানুষ ধরো না
চেয়ে দেখো ভোটে তুমি নও কারো দায়
করোনা এমন করো না
এই সেলিব্রিটি জোট তোমাকে হারাতে চায়!
করোনা এমন করো না
ভোট শেষ হবে আর ক’টা দিন পর
করোনা এমন করো না
যদি তুমি চাও নিতে পারো অবসর
করোনা এ বুক ভরো না
রাখছি খবর কখন কোথায় ভোট
করোনা ধান্ধা করো না
এ দেশে জিতবে শুধু নেতাদের জোট
করোনা এমন করো না
নেতাদের তুমি ভাবছো কেন ক্লাউন?
করোনা এমন করো না
ভোট শেষ হলে হবে ঠিক লকডাউন!
করোনা এমন করো না
ক’জন বদ্যি মাত্র রয়েছি এখনো দাঁড়িয়ে!
তুমি হাসপাতালের ভিড়কে দিচ্ছ বাড়িয়ে
ক’জন বদ্যি মাত্র রয়েছি এখনো দাঁড়িয়ে
সব নেতা চলে যায় সামনের পথ মাড়িয়ে
ক’জন বদ্যি মাত্র রয়েছি এখনো দাঁড়িয়ে
ভোট দিও – বলে যাচ্ছে দু’হাত নাড়িয়ে
ক’জন বদ্যি মাত্র রয়েছি এখনো দাঁড়িয়ে
চ্যালারা যাচ্ছে নেতারও লিমিট ছাড়িয়ে
ক’জন বদ্যি মাত্র রয়েছি এখনো দাঁড়িয়ে
এঁরা জনসভা করে মানুষের বুকে দাঁড়িয়ে
ক’জন বদ্যি মাত্র রয়েছি এখনো দাঁড়িয়ে
কেউ দিচ্ছে না মাস্ক জনতার দিকে বাড়িয়ে
ক’জন বদ্যি মাত্র রয়েছি এখনো দাঁড়িয়ে
টিকা নিন – কেউ বলছে না আগ বাড়িয়ে
ক’জন বদ্যি মাত্র রয়েছি এখনো দাঁড়িয়ে
এঁরা জিতে যাবে তবু এই মানুষকে হারিয়ে
ক’জন বদ্যি মাত্র রয়েছি এখনো দাঁড়িয়ে
কিছু ভোটারই শুধু চিরতরে যাবে হারিয়ে
ক’জন বদ্যি মাত্র রয়েছি এখনো দাঁড়িয়ে
করোনা তুমি তো মরো না!
তোমার ছোবলে ভোটারই যাচ্ছে হারিয়ে
তুমি পারছো না কারো বোধকে দিতে নাড়িয়ে
তোমার ছোবলে ভোটারই যাচ্ছে হারিয়ে
শুধু ক’জন বদ্যি রয়েছি এখনো দাঁড়িয়ে!
পারবে না তুমি জিততে তাঁদের হারিয়ে!
পারবে না তুমি জিততে তাঁদের হারিয়ে!
ক’জন বদ্যি মাত্র রয়েছি এখনো দাঁড়িয়ে