দ্বিতীয় বর্ষপূর্তি বিশেষ ১৭
ফ্রন্টলাইন? এই যুদ্ধে সেটা কোথায় ?
দুয়ারে করোনা এসে স্পাইক নাচায়,
মুখেরা লুকিয়ে আছে মুখোশখাঁচায়,
কবে যে মিটবে মারী সবার অজানা,
কোনখানে ট্রেঞ্চ আর কোনটা সীমানা,
গুলিয়ে গিয়েছে সব,
প্রতি ঘর যেন আজ জ্বর-জেলখানা ।
তাই তকমাগুলোকে আজ গোলি মারো ইয়ার,
ডাক্তার বা পুলিশ একা নয় আর,
তুমি আমি হরিদাস জগাই মাধাই,
সবাই, সবাই আজ ফ্রন্ট-ওয়ারিয়র।
সীমান্ত কোত্থাও নেই এই জ্বরে,
শত্রু এসেছে ঢুকে ঘরের ভেতরে,
যদি প্রতি নাগরিক সেনা হয় লড়ে,
তবে এই অতিমারী শেষ হবে দেশে।
মাস্ক যদি থিতু হয় রোজকার বেশে,
যেখানে এড়ানো যায়,
সেখানে না বসে লোকে বেশি কাছ ঘেঁষে,
ডেল্টা খেলটা যত পাল্টাতে থাক,
ওমিক্রন ঘন ঘন গর্জাতে থাক,
গ্রীক অক্ষরমালা যে ছক সাজাক,
আমাদেরই জয় হবে আগামীর দিনে,
মুখোশকে ছিঁড়ে ফের মুখোশবিহীনে
ফিরবোই শিগগিরই চেনা সে রুটিনে।
ইতিহাস বলবে যখন,
লড়েছিলো কারা জ্বরে ফ্রন্টলাইনে,
উত্তরে বলে দিও,
তুমি আমি হরিদাস জগাই মাধাই,
আমরাই দেশ মারি, দেশকে বাঁচাই।
আয়নায় নিও সেই যোদ্ধাকে চিনে।