ব্যয় বেড়েছে স্বাস্থ্যখাতে
তীর্থ এখন হাসপাতাল-ই
বোমা-বন্দুক যাক চুলোতে
সুস্বাস্থ্যতেই মিলছে তালি।
হাসপাতালে সব পাওয়া যায়
সব খরচ-ই সরকারি
কোট-বুট বা ছেঁড়া জামা গায়
পেয়ে যাবে যা দরকারি।
এম.বি.বি.এস. ‘পাতি’ নয় আর
তিনিই প্রথম অস্ত্রধারী
স্পেশালিষ্ট ঠিক চাই কার কার
তিনিই হবেন বিচারকা…
চিকিৎসা সব সমান মানের
কুঁড়েঘর বা অট্টালিকায়
এসি গাড়ি আর লোকাল ট্রেনের
আকাশ-জমিন ভেদ মুছে যায়।
একই ওষুধে সবাই বাঁচেন
সবার স্বাস্থ্য এক জানি
পাশাপাশি বেডে শুয়ে আছেন
হরিদাস পাল-আম্বানি।
ওষুধ সবই যুক্তি মেনে
জব্দ ভীষণ ওষুধ-বণিক
বৃথা আশায় কেউ না কেনে
হজমি সিরাপ, লিভার টন…
অ্যালার্ম ব্যাটা বিকট চ্যাঁচায়
এক ঝটকায় রেশ কাটলো
ধড়মড়িয়ে ঘুম ভেঙে যায়
এসব তবে স্বপ্ন ছিলো?