ছবিটা দেখেছেন? আমাদের অনেকের রজ্জুতে সর্পভ্রম হয়। কিন্তু এখানে যেন ঠিক উল্টোটা। একটা বেড়াল লেজের একটু অংশ দেখে ভেবেছে, সেটা ইঁদুর। তাই তাকে টেনে বার করতে চাইছে। যদিও আসলে সেটা ছিল একটা গোখরো সাপের লেজ। এই ছবিটি ইতালির বিখ্যাত চিত্রশিল্পী মার্কো মেলগ্রাতির আঁকা।
একটা ছবি কত বড় জীবনসত্য তুলে ধরতে পারে এই ছবি তার প্রমাণ। আমরা অনেক সময়েই সচেতন থাকি না আগামী দিনে কী ঘটতে পারে সে সম্পর্কে। এজন্য দায়ী আমাদের অজ্ঞতা, সব কিছু তাড়াতাড়ি পাওয়ার চেষ্টা, নিজেকে জাহির করা ও কঠোর পরিশ্রম করা। আজকের ব্যস্ত যুগে আমরা শুধু সাপের লেজের মতো ছোট একটা অংশ দেখতে পাই। আশপাশের কাউকে অসুস্থ হতে দেখলে নানারকম যুক্তি সাজাই। তাকে অন্যের বোঝা বলে ভাবি, ওই ব্যক্তির সারাজীবনে আনন্দ না করা, পেশাদারিত্বের অভাব ছিল বলে এই অবস্থা বলে মনে করি। কিন্তু স্বাস্থ্যবিষয়ে নিজেদের বিষয়ে পর্যবেক্ষণ ওই সাপের লেজের মতো একটা ক্ষুদ্র অংশ তাও আবার ইঁদুর ভ্রম। গোখরোর কথা মাথাতেই আসে না। তাই প্রত্যেকের নিজের স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়া দরকার। কখন যে ইঁদুর বলে ভুল করা প্রাণী গোখরো হয়ে ছোবল মারবে তা কেউ জানে না। মনে রাখবেন, স্বাস্থ্য কোনও বিলাসিতা নয়, জরুরি।
ফেসবুক থেকে পাওয়া লেখার বাংলা অনুবাদ করা।
না জানা সত্য কে তুলে ধরলেন। ধন্যবাদ।