শহর জুড়ে গুজব ঘোরেফেরে,
জীবন ঢাকে মৃত্যু হাতছানি
আস্ত আকাশ থমকে মেঘে ঢাকে
কেমন আছি, সত্যি কি তা জানি?
ফেসবুক তার অসংখ্য গুঞ্জন
ফিসফিসিয়ে কানের ভেতর বলে
বাঁচলে পরে বাপের নামটা থাকে
একলা থাকো, একলা যাবে চলে।
মনের মাঝে চিন্তা ঘেঁষাঘেঁষি
ভয় নেই তার অচেনা ভাইরাসে
সংক্রামিত স্বপ্নগুলো ঘোরে
বাঁচতে থাকে একই অনুপ্রাসে।
বেঁচে থাকার স্বপ্নগুলো যদি
এমনি করে সংক্রামিত হয়ে
বুকের ভেতর লুকিয়ে জেগে বলে-
লড়বে মানুষ একলা নির্ভয়ে।
আমি আছি তোমার পাশে জেনো
নাইবা থাকুক হাতে তোমার হাত
এ লড়াই, মনকে বাঁধুক মনে
এ লড়াই অচেনা সংঘাত।
এ লড়াই মানুষ যাবে জিতে
মনের ভেতর আস্ত শাহিনবাগ
জীবন যেন পালিয়ে বেড়ায় শুধু
মরণ কাটে জীবনজুড়ে দাগ।
এসো, আবার সবাই শপথ করি
রাখতে হবে মানবসভ্যতা
আমরা সবাই, আমরা দূরে থেকেও
একই সুর, তোমার আমার কথায়।।
5 Responses
Love. Take care.
❤❤❤❤বন্ধু
অসাধারণ কবিতা, খুব ভালো হয়েছে । এই সংকটের সময়ে দাঁড়িয়ে আপনার এই কবিতা টা আমাদের খুব দরকার ছিল , ধন্যবাদ ।
ধন্যবাদ স্বাতী 😊
অসাধারণ কবিতা Sir….👏👏👏