পশ্চিমবঙ্গে কর্মরত চিকিৎসক সংগঠন ও স্বাস্থ্য সংগঠনগুলি ১৭ই অক্টোবর ২০২৩ অল আহেলী ব্যাপটিস্ট হাসপাতালের ওপর নির্মম আক্রমণের তীব্র নিন্দা করছে।
জেনেভা কনভেনশনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিকিৎসার নিরপেক্ষতার নীতিকে লঙ্ঘন করেছে এই আক্রমণ। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলি চিরকাল পরিপার্শ্বের সংঘাত থেকে বাঁচতে চাওয়া আহত মানুষের আশ্রয়স্থল হয়ে থেকেছে। মানবতার ভবিষ্যতের জন্য এমনটা থাকাই প্রয়োজনীয়।
গাজা ভূখণ্ডে যেভাবে চিকিৎসক, চিকিৎসা কর্মী ও রোগীদের ওপর আক্রমণ নেমে এল তা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এমনটাই আমরা দেখেছি ইউক্রেন বা ইয়েমেনেও। জেনেভা কনভেনশনের নীতিগুলোকে লঙ্ঘন করছে যেমন বেসরকারি জঙ্গি গোষ্ঠী তেমনই সরকারের মদতপুষ্ট সেনাবাহিনীগুলিও।
আমরা সারা বিশ্বের জনসাধারণের কাছে আবেদন জানাচ্ছি যাতে তাঁরা তাঁদের নির্বাচিত সরকারের কাছে দাবি জানান জেনেভা কনভেনশনের নিয়মগুলিকে মেনে চলতে। চিকিৎসা কর্মী ও চিকিৎসকদের কাছে আমাদের আবেদন তারা যেন মৌলিক মানবীয় মূল্যবোধ ও নীতিবোধের উপর হামলার বিরোধিতা করেন।
- শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ
- অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস
- ডক্টরস ফর ডেমোক্রেসি
- হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন
- স্বাস্থ্য শিক্ষা নির্মাণ
- ফোরাম ফর পিপলস হেলথ
- ডা ভাস্কর রাও জনস্বাস্থ্য কমিটি
- ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি
- জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন
- সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা
- স্বাস্থ্যের বৃত্তে পত্রিকা
- ডক্টরস ডায়ালগ ওয়েব ম্যাগাজিন
- যুক্তিসঙ্গত চিকিৎসা শিবির, মাথাভাঙ্গা
- দ্বিজেন চক্রবর্তী স্মৃতি সেবাসদন