মার্ক ও রিজব্যাক কোম্পানির গবেষণালব্ধ মুখে খাওয়ার এন্টি ভাইরাল ওষুধ molnupiravir (MK-4482, EIDD-2801), কোভিডে কাজ করে বলে আমেরিকার FDA থেকে বিশেষ ছাড়পত্র পায় ২৩শে ডিসেম্বর, আর আমাদের দেশে ডিরেক্টার জেনারেল ড্রাগ কন্ট্রোলের থেকে বিশেষ ছাড়পত্র পায় ২৮শে ডিসেম্বরে।
অবাক করার মতো বিষয় এটাই যে আইসিএমআর প্রধান ড: ভার্গব ৬ই জানুয়ারি স্পষ্ট ভাবে জানান যে ঐ ওষুধটির নানান রকম সাইড এফেক্টের কথা বিবেচনা করে ওষুধটিকে কোভিডের স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রটোকলের অন্তর্ভুক্ত করা হয় নি।
ভারত সরকারের একটি সংস্থা ওষুধটি বাজারে বিক্রির জন্য ছাড়পত্র দিচ্ছে আবার ভারত সরকারেরই আরেকটি সংস্থা ওষুধটি খেতে বারণ করছে। এদের মধ্যে কি বাক্যালাপ বন্ধ? ২৮ তারিখ অবধি জানা যায় নি ওই সাইড এফেক্ট নিয়ে আর ৬ তারিখের মধ্যে জানা গেল – কি এমন ঘটলো? আমরা যারা ভারতের আমজনতা তারা তো বটেই এমনকি চিকিৎসকদের কেউ কেউ বিভ্রান্ত হয়ে যাচ্ছেন এই সব উদ্ভট কান্ডকারখানা দেখে।
কোভিডের ওষুধ নিয়ে “গেম চেঞ্জার”-এর নামে এ ধরণের ধ্যাস্টামো এর আগেও আমরা দেখেছি হাইড্রোঅক্সিক্লোরোকুইন নিয়ে, আইভারমেকটিন নিয়ে, টেট্রাসাইক্লিন নিয়ে, অন্যান্য এন্টিভাইরাল নিয়ে। এর শেষটা ঠিক কোথায়? দেশে কি আদৌ সরকার/প্রশাসন বলে কিছু আছে? রাজনৈতিক দলগুলিই বা এ নিয়ে চুপ কেন? টিভি চ্যানেলের আর সোশ্যাল মিডিয়ার হাজার হাজার “বিশেষজ্ঞ”রাই বা কেন কিছু বলছেন না?