তোমাদের হিসেবে আমার বয়েস অন্তহীনই বলতে পারো।
চারটে প্রোটিন কণা গাঁটছড়া বেঁধে তৈরি করলো একটা প্যাঁচানো মইএর আকার,
জন্ম হলো আমার।
কীভাবে, সেটা এই তিনশো সত্তর কোটি বছর পরে মনে পড়ে না আর,
শুধু জানি, তার পর থেকে নিজেকে কপি পেস্ট কপি পেস্ট করেই চলেছি কোটি কোটি কোটি বার,
মাঝে মাঝে সামান্য অদলবদলে
অন্য আরেক মইয়ের সৃষ্টি হলে,
সেখানেও তাই করে গেছি অবিরত,
জন্ম দিয়েছি আকারে প্রকারে ভিন্ন অসংখ্য আমাকে,
তবু কি অদ্ভুত দেখো,
আজও আমার মাঝে প্রোটিনের কণা সেই চারটেই থাকে।
তোমাদের চারদিকে বিচিত্র জগৎ,
হাজার রকমের পশুপাখি,
লাখো পোকা আর গাছ,
জলে স্থলে পাহাড়ে কন্দরে তোমরা আজও খুঁজে পাচ্ছো নতুন প্রজাতি,
অথচ ভাবছো না, ও শুধু আমারই বাহ্যিক প্রকাশ,
কোটি কোটি বছর আগে
বাঘ,
তার গায়ের এঁটুলি পোকা,
তার শিকার হরিণ
আর হরিণের খাদ্য ঘাস,
এদের সবার পূর্বপ্রাণ এক ছিলো,
সেটাও এই আমি।
আমিই প্রকাশ পাই ভিন্ন ভিন্ন রূপে,
আমিই ডাইনোসর হয়ে দাপিয়ে বেরিয়েছি আদিম পৃথিবী,
তারও আগে জল থেকে উঠে এসেছি ডাঙায়,
আমারই লক্ষ প্রতিরূপ জলে ফেলে।
এই যে তুমি,
অমুক চন্দ্র তমুক দেবী,
তোমার তিরিশ ট্রিলিয়ন কোষের মধ্যে আমার বাসা,
শুধু তুমি কেন,
বটগাছ থেকে ব্যাকটেরিয়া,
জিরাফ থেকে পালংশাক,
সকলের প্রতি কোষের আমিই নিয়ন্ত্রক।
নিয়ন্ত্রণ.. তোমরা , ক’দশক আয়ু পাওয়া দুপেয়ে ‘বুদ্ধিমান’ প্রাণী,
একটা মাটির টুকরোকে দেশ নাম দিয়ে
কনট্রোল করার চেষ্টা করো,
তার ভেতরে জন্মানো তেইশ জোড়া পাকানো মই-কে নাগরিক নাম দাও,
সীমানা পাহারা দেওয়াগুলোকে বলো সৈনিক আর আক্রমণকারীকে উগ্রপন্থী,
আসলে যে তিনজনই আমারই প্রকাশ, এটা বোঝো?
আমার নিয়ন্ত্রণ কতটা তা ভাবো,
একই কোষ আমার ইঙ্গিতে হয় মগজ পাকস্থলী বৃক্ক ফুসফুস,
ব্যাঘ্রের পেশী আর হরিণের গতি,
দুইয়েরই কারণ আমি,
আমিই কেবল।
জীবেরা জন্মায়, প্রজনন করে আর মরে যায়
শুধু আমাকে
এক সময় থেকে অন্য সময়ে নিয়ে যাওয়ার জন্য,
আমি প্রতি প্রাণের মধ্যে আছি,
রোজ আমার ধ্বংস হয়,
আর রোজ সৃষ্টি,
যতদিন একটি প্রাণীও জীবিত থাকবে, আমি অবিনশ্বর!
আমি আদি, বর্তমান ও আগামী,
আমারই প্রকাশ এই জীবসাম্রাজ্য,
আজ অবধি যত প্রাণী এসেছে ও আসবে
আমিই তাদের মধ্যে প্রবাহিত হবো ।
আমার চেতনা নেই,
কিন্তু চৈতন্য উপলব্ধি করা আমাকে ছাড়া সম্ভব নয়।
আত্মা বা ঈশ্বর নই আমি,
তবু আমি জীবসৃষ্টির মূল,
প্রাণের চালিকা শক্তি,
এ জৈবসম্ভার সৃষ্টি আমার ভিয়েন-এ।
আমার কি পরিচয় এখনো বোঝোনি?
এলিমেন্টারি, ডিয়ার ক্রিক অ্যান্ড ওয়াটসন!
আমি ডি এন এ।