ইপরের ছবিতে দেওয়া শিরোনাম দেখে এক বন্ধু খচে গিয়ে নিজের দেওয়ালে সেই কাগজকে দেখলাম খুব খিস্তি করেছে। এই প্রসঙ্গে একটা ছোট্ট কাহিনী মনে এলো।
সোলো ফ্লাইটে পুঁচকে একটা প্লেন নিয়ে মানুষ হিসেবে প্রথমবার আটলান্টিক পেরোনোর পরে বিখ্যাত বৈমানিক চার্লস অগাস্টাস লিন্ডবার্গ ফ্রান্সে অবতরণের পরে সম্বর্ধনা এর জোয়ারে ভেসে গিয়েছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট জাতীয় নায়ককে অভিনন্দন জানানোর জন্য অস্থির হয়ে উঠে দেশে ফেরার তাগাদা দিয়েছিলেন। কিন্ত লিন্ডবার্গ দেশে ফেরার আগে ইংল্যান্ডে গিয়েছিলেন সম্বর্ধনা নিতে। সেই সময় ইংল্যান্ড সম্রাট একান্তে লিন্ডবার্গের সাথে সাক্ষাতের ইচ্ছে প্রকাশ করেন। লিন্ডবার্গ দুরুদুরু বক্ষে সম্রাটের সাথে মিলিত হন। সম্রাট একটু ঝুঁকে কানে কানে প্রশ্ন করেন, আমার দুরন্ত কৌতূহল একটা বিষয়ে, আপনি মানে ইয়ে, ওই নন স্টপ বিমান যাত্রায়, হিসি করার ব্যাপারটা ম্যানেজ করলেন কি করে। লিন্ডবার্গ হেসে উত্তর দেন, ইয়োর ম্যাজেস্টি, আমি প্রস্তুতি নিয়ে ছিলাম। বিমানে একটা পাত্র সঙ্গে করে নিয়ে গেছিলাম।তাতেই ওই ইয়ে করি। ফ্রান্সে বিমান অবতরণের আগে সেটা মাঝ সাগরে ঝেড়ে দিই।
এখন ভেবে দেখুন সম্রাটের যদি এমন কৌতূহল হয়ে থাকে তাহলে ম্যাংগো পিপল বা নিউজ মিডিয়া কি খুব দোষ করেছে? চন্দ্র অভিযানের সব কোটা অ্যাঙ্গেল কভার করতে হবে তো। এসব পড়তে হবে নইলে পিছিয়ে পড়তে হবে।