ঐন্দ্রিলা শর্মার কেসটাতে এই খবরটার জন্য সত্যি অপেক্ষা করে ছিলাম।
ছোট্ট একটা ঘটনা বলি। একটা রোগীর হাতে পায়ে কালশিটে দাগ। পেট টিপে বিশাল বড় spleen. এটা দেখে সঙ্গে সঙ্গে করতে দেওয়া ব্লাড রিপোর্টে Chronic Myelo-proliferative Disorder যা কিনা এক ধরনের ব্লাড ক্যান্সার রিপোর্ট করি গতকাল। তারপর পেশেন্টর একাধিক বাড়ির লোক ব্যাপার টা ভাল চোখে নেয় নি। এক ঘন্টার মধ্যে সামান্য রক্ত দেখে একটা এরকম অসুখ ডায়াগনোসিস করবে ব্যাঙ্গালোর না বহরমপুরের ডাক্তার এটা হজম করা যায়?
প্রতিদিন অবিশ্বাস নিয়ে কাজ করতে করতে ক্লান্ত লাগে। বলতে পারিনা। সব মোহ মায়া মনে হয়।
ঐন্দ্রিলা চলে গেছে। বড্ড দুঃখের। কেউ কেউ ফিরে আসে।
আচ্ছা বলতে পারবেন যুবরাজ সিং বা অনুরাগ বাসু কে কোন ডাক্তার চিকিৎসা করে সুস্থ করেছে? আপনি জানেন না। আমিও জানি না।
শুধু তাই নয় বিশেষ এক প্রতিবাদী শিল্পী এখন যে ক্যান্সার নিয়ে ভুগছে তাকে আবার প্রতিবাদী হয়ে মঞ্চে ফেরানোর লড়াইটা কোন ডাক্তার করেছে? তার ক্যান্সার হয়েছে সেই খবরটাই এখনও গোপন করা আছে।
কেউ কেউ চলে যায়। অজস্র মানুষ ফিরে আসে। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইটা ডাক্তাররাও চালিয়ে যাচ্ছে। বিনিময়ে শুধু একরাশ কালি ছাড়া গায়ে কিছু জোটে না।