৪ঠা ফেব্রুয়ারী, ২০২২ শুক্রবার রাত ৮টায় ডক্টরস’ ডায়ালগের ফেসবুক লাইভে বললেন ব্যথাবিদ ডা. সুব্রত গোস্বামী। ডা. গোস্বামী ই. এস. আই. ইনস্টিটিউট অফ পেন ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা-কর্ণধার এবং পূর্বভারতে ব্যথার চিকিৎসায় পথিকৃত।
সঞ্চালনায় ছিলেন: ডক্টরস’ ডায়ালগের কার্যকরী সম্পাদক পিয়ালী দে বিশ্বাস।