আসুন, কথা বলুন, আমার হাতের ওপর হাত দিন
এই যে আমি গুমরে মরি গুহার ভেতর রাত দিন
আপনি তেমন আলোকলতা হয় তো না, রাজকন্যে,
কিন্তু গুহা অপেক্ষাতেই, আপনি আসার জন্যে।
সেই খবর সে জানিয়েছিল নানান রকম কায়দায়।
ওপর ওপর খুব স্বাভাবিক, ঘুমোয় এবং খায় দায়।
এ ঘর ছেড়ে যাওয়াই যেত। ঘরের পাশেই সড়ক।
অপেক্ষা তার স্বর্গ… কিন্তু অপেক্ষাটাই নরক।
এমন ন্যাগিং অপেক্ষাটায় উপচে ওঠে ঘেন্না
আপনি এসব স্বর্গ-নরক পছন্দ করছেন না।
বিরক্তিকর যাপনে যার একটুও নেই অর্জন
তার চরিত্র অনায়াসেই করতে পারেন বর্জন।
তা সত্ত্বেও নরম দৃষ্টি শুনুন আবেদনটা
যার জীবনে অপেক্ষাময় বাজছে শেষের ঘণ্টা…
বিষণ্ণতায় ঝুঁকছে সে রোজ, সামনে ছাদের আলসে,
আপনি নরম দৃষ্টি দিলেই বাঁঁচবে বোধহয় কাল সে।