ডিপ্রেশনের বাংলা যে নয় মনখারাপ,
এবার সেটা সবার মনে ফেলুক ছাপ।
কফির কাপে মিস করে যে বন্ধুকে,
সবার আঙুল ট্রিগারে নেই বন্দুকে,
যাদের মনে বিষাদ বোনে বিষ ভীষণ,
কেবল তাদের খাচ্ছে কুরে ডিপ্রেশন।
আবেগগুলোর থেকে কত খোঁজ আসে
হাসির মতন মনখারাপও রোজ আসে।
মেঘলা আকাশ বৃষ্টিধারায় পরিষ্কার,
একটু পরেই রামধনু দেয় হরিষ তার।
কিন্তু যখন আকাশই ঘোর কৃষ্ণময়,
ডিপ্রেশন.. পথ হারাবার ভীষণ ভয়।
ভাঙনগুলো যায় না দেখা দূর থেকে
ফেসবুকে পোস্ট, কোথায় গেলো ঘুরতে কে,
গ্যালারিময় ছিটিয়ে থাকে স্মাইলিফেস
আমরা ভাবি এই বাজারেও.. মাইরি, বেশ!
বালিশ জানে একলা ভেজা চোখদুটো,
ডিপ্রেশন.. হারিয়ে যাওয়ার চাই ছুতো।
পাগল বলে দাগিয়ে দেওয়ার কুপ্রথায়
বিষণ্ণজন ভেতরঘরে মুখ লুকায়।
‘ও কিছু না’ বলতে থাকেন বাড়ির লোক,
কেউ বোঝেনা জমছে ঘাতক বিস্ফোরক,
জীবন তখন পেঁচিয়ে ধরা ভয়াল সাপ
একটা ট্রিগার, মরণকুয়োয় অমনি ঝাঁপ।
বাঁচতো যদি ভাবতে না স্রেফ মনখারাপ।
One Response
খুব সুন্দর ও সময় উপযোগী। মনের শান্তি সবার আগে প্রয়োজন। আজকাল আমরা আবেগকে গুরুত্ব দি না। আবেগপ্রবন মানুষদের মানসিক ভারসাম্যহীন মনে করি। তাই তারা একলা হয়ে যান। আমার ধারণা আত্মহত্যার ঘটনা তাই বেড়ে চলেছে। শক্ত মানুষের মধ্যে কোমোল মনের সন্ধান।