বসার ঘরটাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল সন্দীপন|হঠাৎ আওয়াজ হল|ঠক ঠক …ঠক ঠক…
কে?
আমি, মানে আমরা স্যার|
আমরা কারা!!
আমরা মানে ‘খবর খান|যেমন চান’ চ্যানেল থেকে এসেছি|
অতএব দরজা খোলে সন্দীপন|আসুন|বসুন|কিভাবে সাহায্য করতে পারি?
এমন কিছু না|এই ক’দিন ..মানে এই করোনা কালে কেমন ছিলেন আপনি?
কিন্তু আমার তো করোনা হয়নি.. গতকাল রিপোর্টও নেগেটিভ এসেছে..
জানি তো.. জানিতো… আমরা রেগুলার আপনার পোস্ট ফলো করি ..
তাহলে নতুন করে তো আমার কাছে কি জানতে চান?
আমরা একটা স্টোরি করবো|মানে সেইসব করোনা যোদ্ধাদের নিয়ে যাঁদের নামে করোনাতঙ্ক ছড়িয়েছে, তাঁদের অভিজ্ঞতা, কেমন লাগলো, যদি কারও করোনা হয় তাঁদের জন্য কোনও মেসেজ …এইসব নিয়ে|ঠিক সন্ধ্যা ছটায় জলাঞ্জলি প্রেসেন্টস করোনার কূটকচালি|গুজবে থাকুন সুযোগে থাকুন|
অবাক হয়ে গুছিয়ে বসে সন্দীপন|বাঃ|কত কি চারদিকে হচ্ছে কিছুই জানতেও পারতো না সে|ভাগ্যিস এই গুজবটা ছড়িয়ে ছিল|
তা বলুন কি জানতে চান?
লাইট ক্যামেরা রেডি ..? চনমনে মেয়েটা মাস্ক পড়েছে থুতনিতে| কেউ একটা ধমকায় ..এই মোনালিসা ওটা ঠিক করো|ক্যামেরা রেডি|
…নমস্কার|খবর খান যেমন চান এন্ড জলাঞ্জলি হাতুর্বেদ প্রেসেন্টস করোনার কূটকচালি|গুজবে থাকুন|সুযোগে থাকুন|আজকে আমাদের সাথে আছেন বিশিষ্ট চিকিৎসক সন্দীপন গাঙ্গুলি|কয়েকদিন ধরেই তাঁর নামে ছড়িয়ে পড়েছিল করোনাতঙ্ক|এই কদিন কেমন ছিলেন তিনি|দেওয়ালের আড়ালে লুকিয়ে রুগী দেখতেন কি?তাঁর রিপোর্ট কি সত্যিই নেগেটিভ? ইত্যাদি একগুচ্ছ আপনাদের হজম না হওয়া ঘুসঘুসে উসখুস নিয়ে আমি মোনালিসা|…..দিনে রাতে|গুজবের সাথে|
আচ্ছা সন্দীপন বাবু, আপনি কি মনে করেন এই যে গুজব ছড়াচ্ছে তাতে কি কিছু সুবিধা হলো আপনার ..মানে আপনাদের!
সুবিধা! কি সুবিধা?
এই যেমন এই কদিন দিব্বি শুয়ে বসে দিন কাটালেন|আর ভয় যত বাড়বে ততই বাড়বে আপনাদের ইনকাম, তাই না?
সন্দীপনের মাথা ঝিম ঝিম করে|সত্যিই তো সত্যিই তো…
আচ্ছা শুনেছি আপনি নাকি এই কদিন নিজের বাসন নিজেই মেজেছেন|আত্মনির্ভর হয়ে কেমন লাগছে আপনার? আচ্ছা কোন বার ইউস করতেন আপনি? বাসন মাজতে …
সন্দীপনের মাথা ঘুরতে থাকে|চুপ করে থাকে সে|
আঙ্কর বলতে থাকে ..সন্দীপন বাবু ভাবছেন|এই ফাঁকে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা অর্জুন শক্তিশালী বাসন মাজার বার-এর বিজ্ঞাপন বিরতি| সঙ্গে থাকুন|গুজবে থাকুন|
সন্দীপনের মাথার ব্যথাটা অনেকটা আগুনে পরিবর্তন হয়েছে|যেন এক্ষুনি ফেটে চৌচির হয়ে যাবে|ইচ্ছে করছে এখুনি ভেঙে চুরে ফেলে সে|সবটা|সবকিছু|অনেক কষ্টে রাগ সংবরণ করে|হয়তো মানুষকে ঠিক সবটা বোঝাতে না পারাটাও অপদার্থতা আমাদেরই|সে যাকগে|আপাতত একটু চা খেতে হবে|উঠতে যায় সন্দীপন|তখনই ঘুম ভেঙে যায়।
কোনও মোনালিসা নয়|দাঁড়িয়ে আছে রনংদেহী মাতঙ্গিনী|স্বয়ং অর্ধাঙ্গিনী|ও তাহলে স্বপ্ন ছিল এসব..!
ওঠো|রিপোর্টতো হাতে পাওনি এখনও|তা বাসনটা না হয় নিজেই মেজো লাস্ট দিন|
সন্দীপন আড়মোড়া ভাঙতে ভাঙতে স্মার্ট ফোনটা খোলে|লাইকের বন্যায় ভেসে যাচ্ছে করোনা নেগেটিভ আসার পোস্ট|
আহা কি আনন্দ আকাশে বাতাসে|
পুনঃ এটি সম্পূর্ণ কাল্পনিক একটি গল্প মাত্র|এর সাথে আংশিকও বাস্তবের মিল থাকলে তা কাকতালীয় কোকিলতালীয় …ময়না বুলবুলি ইত্যাদি সবরকম তালীয়|