স্পর্ধার চিৎকার
গত মাস দুয়েকের মধ্যে অনেকেই মত প্রকাশ করেছেন যে আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে হওয়া আন্দোলনে শুধুমাত্র ওই ঘটনার বিচারের দাবিতেই স্লোগান তোলা উচিত। অন্যান্য
গত মাস দুয়েকের মধ্যে অনেকেই মত প্রকাশ করেছেন যে আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে হওয়া আন্দোলনে শুধুমাত্র ওই ঘটনার বিচারের দাবিতেই স্লোগান তোলা উচিত। অন্যান্য
এক ভয়ানক অন্ধকার সময়ের মধ্যে দিয়ে চলেছি আমরা। ভারত ও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকে সামনে রেখে যেভাবে দু পারের মৌলবাদী ধর্মান্ধ শক্তি সীমান্তের দু পারে
১০ই ডিসেম্বর, ২০২৪ জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে আলিপুরদুয়ারের এক নাবালিকা মেয়ের ধর্ষণ ও হত্যার মামলার উদ্বেগজনক এক বিষয়ে । এই অপরাধটি, যা সমাজের বিবেককে
পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ নিয়ে আমার তেমন কোনো তীব্র আবেগ নেই। থাকার কথাও ছিল না হয়ত। আমার শিকড় এপার বাংলায়, ভাটপাড়া আর চন্দননগরে। তাই ওপার
৯-ই ডিসেম্বর, ২০২৪ আরজি কর মেডিকেল কলেজে পঠনরতা এক ডাক্তারি ছাত্রীর ভয়াবহ ধর্ষণ ও খুনের ঘটনার পর অনেক দিন কেটে গেল – ‘অভয়া’-র সুবিচার পাওয়ার
আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।
Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas
Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097
নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে
আমার দারুন লাগলো।এক অপূর্ব শৈল্পিক উপস্থাপন।প্রত্যেকের পাঠাভিনয় শুনলে বোঝা যায় সকলে জাত শিল্পী। Background music সুন্দর। শিল্পীদের সেলাম।
কি যে ভালো লাগলো। রোজ একটা করে চাই। সকালবেলাই মন ভালো হয়ে গেলো।
ময়ূরী ও অমরবাবু দুজনই সমান সাবলীল। শ্রুতি নাটক করা মঞ্চাভিনয়ের চেয়েও শক্ত। কারন মঞ্চের সব অনুভূতি শ্রোতার মধ্যে সঞ্চার করতে হয় শুধুমাত্র কন্ঠের মাধ্যমে। সেক্ষেত্রে এই নাটক ১০০ তে ১০০ সফল। বিশেষ করে রবীন্দ্র নাটকের দক্ষতা পর্যাপ্ত। ধন্যবাদ।
সুন্দর প্রয়াস! আশা রাখি আরও কিছু ভবিষ্যতে পাবার। আপনাদের রক্তকরবীর অবলম্বনে যে উপস্থাপনাটি ওটি আমাদের একটি সভায় করানোর জন্য আমন্ত্রণ জানাবো, এই অচলাবস্থা কাটলেই
দ্বিতীয় বার শুনলাম ভালো লেগেছিল তাই।২টো কথা বলতেই হবে, গল্পের ভুমিকা পাঠ আর সংলাপ খুব সুন্দর হয়েছে যা একথায় অনবদ্য। শ্বাস প্রশ্বাসের সাথে উচ্চারণ নিখুঁত ।কন্ঠ স্বরের উঠা নামা খুব সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে। আবার আসায় বসে রইলাম দ্বিতীয় কবে প্রকাশ পায়।