১৬ই অক্টোবর ২০২৩ বিশ্ব হৃৎ-পুনরুজ্জীবন দিবস (World Restart a Heart Day)-তে বিশ্বব্যাপী বুকে চাপ দিয়ে বন্ধ হৃদয়কে সচল করার পদ্ধতি (Chest Compression Only CPR)-কে জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছে কানাডা-র ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়। এই উদ্যোগের সঙ্গে সামিল হয়েছে শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ ও স্বাস্থ্য শিক্ষা নির্মাণ।
যাঁরা জনসাধারণকে প্রশিক্ষণ দেবেন তাঁদের জন্য ১৩ই অক্টোবর, শুক্রবার ডক্টরস’ ডায়ালগের ফেসবুক লাইভ। আলোচনা করবেন ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডা তাপস কুমার মন্ডল। সঞ্চালনায় থাকবেন পিয়ালী দে বিশ্বাস।