কাল বহু চেষ্টা করেও একজন 72 বছরের বৃদ্ধ যার অক্সিজেন সাচুরেশন 84%, রক্তচাপ 70/40 কোন হাসপাতালে ভর্তি করা গেল না। প্রাইভেট হাসপাতাল বললো বেড নেই। সরকারী হাসপাতাল ফোন তুলল না। হেল্প লাইন নম্বর কোন উপকারে লাগলো না।
সাধারণ মানুষের এই হয়রানি বন্ধ করতে হলে সব বেডের সুষ্ঠু বন্টনের ব্যবস্থা দরকার। 24×7 ব্যবস্থা যদি সত্যিই কার্যকর রাখতে হয় ও নিরপেক্ষতার সাথে আগে এলে আগে পাবে ভিত্তিতে চালু রাখতে হয় তাহলে কৃত্রিম মেধার সাহায্য নিতে হবে। সরকার চাইলে এই ব্যবস্থা চালু করা সম্ভব। প্রশাসনিক ত্রুটি কিন্তু দিনের আলোর মত পরিষ্কার।
প্রশাসনের সর্বোচ্চ স্তরে যারা বসে আছেন তাঁরাও নিশ্চয়ই প্রচুর পরিশ্রম করছেন। কিন্ত, শনিবার যে হারে বেডের হাহাকার দেখা গেল আগামী কয়েকদিনে অবস্থা আরো খারাপ হবে।