খবর তেমন নয় খাস.. ম্যানহোলে চারখানা লাশ,. কাদের ভোটার ছিলো, ইসসস.. আরে ধুর, কি যে বলিস,
গু মাখা চারটে ধাঙড়, ওদের আর ভোটের কি জোর,
দাবীটাবি করেনি প্রতীকে, আঙুল ওঠেনি কারো দিকে,
এত বড় ব্যস্ত শহরে, রোজ ওরকম কত মরে…
ম্যনহোলে চারখানা লাশ, শোনা যায় পায়নি বাতাস,
পায়নি তো কার তাতে কী, দিন ভানে রাজনীতি ঢেঁকি,
ভোটের পাঁচালি আসে কানে, উন্নয়নের নানা মানে,
রাম বাম হাত মা মাটি, খেলে যায় ভোটের কাবাডি,
কেন ম্যানহোলে লোক মরে, কেউ নেই সে সওয়াল করে
ক্ষমতার এ মহান রণে, ওদের রাখেনি কেউ মনে।
গ্যাসমাস্ক ছিলোই না মুখে, ওরকমই ঘাঁটে ওরা গু কে,
রোজ বেঁচে ফিরে আসে তাই, তুমি আমি ঘুম দিতে যাই,
আজকেও নিদ্রাতে যাবো, স্বপ্ন দেখায় আছে লাভও,
কেউ রাম রাজ্যকে দেখে, কেউ চলে ঘাসফুল এঁকে,
কারো মন লালের নিশানে, কেউ হাত আনবে এখানে,
মিটিংয়ের চলছে মহড়া, কার ভাগে কত শতকরা,
হিসেবের বুলিরা চ্যানেলে, জনগণ হাঁ করে গেলে,
প্রতীকেরা যেতে থাকে লড়ে, কে মন দেবে রে ধাঙড়ে?
মরার প্রাইজ পাঁচ লাখ, কবে পাবে তর্কটা থাক,
যেটা নিয়ে তর্ক চলেনা, পরিবার না বলবেনা।
জীবনে দেখেনি টাকা এত, বাঁচলেও থোড়াই তা পেতো।
প্রশ্ন কে করে অতশত, পাঁচলাখে কটা মাস্ক হতো?