ছবিটা পাঠিয়েছিল আমার অনুজ, আমারই মতো জেলার জনস্বাস্থ্যের আধিকারিক সুবর্ণ, ডাঃ সুবর্ণ গোস্বামী।
আলিপুরদুয়ার এর বকসা ফোর্টে টিকাকরণ কর্মসূচির জন্য রওয়ানা দেওয়া একদল স্বাস্থ্যকর্মী। কাঁধে যে হালকা নীল বাক্সটা দেখা যাচ্ছে ওটার নাম ভ্যাকসিন কেরিয়ার। সঠিকমাত্রায় টিকাগুলি সংরক্ষণ করে রাখার জন্য বিশেষভাবে প্রস্তুত করা বাক্স। তাই কাঁধে নিয়ে খরস্রোতা নদী পেরিয়ে স্বাস্থ্যকর্মীদের অভিযান।
ছবিটা রেখে দিলাম যত্ন করে। সারাদিন কাজের শেষে ক্লান্তি দূর করতে একবার দেখবো ছবিটা। কঠিন কাজের দায়িত্বের সাথে দুশ্চিন্তা চেপে বসলে একবার দেখবো ছবিটা। ভিডিও কনফারেন্স এ উপরওয়ালাদের কাছে অপমানিত হয়ে বাড়ি ফেরার পথে একবার দেখবো ছবিটা। প্রশাসনিক মিটিং এ মন্ত্রী, সভাধিপতিদের কাছে অপদার্থ খেতাব পেয়ে বাড়ি ফেরার পথে একবার দেখবো। সরকারি কর্মচারী হিসেবে মহার্ঘ্য ভাতা চেয়ে কুকুর খেতাব শুনে কান লাল হয়ে যাওয়ার পরে একবার দেখবো ছবিটা।
একা একাই দেখবো। দেখতে দেখতে ভাববো আমিও এই টিম এর একজন মেম্বার। এদের থেকে প্রেরণা নিয়েই আমিও নুয়ে পড়বো না। রাগ, দুঃখ, ক্ষোভ, হতাশার পাশাপাশি এটাও মনে রাখবো রোগ মৃত্যু ব্যাধির বিরুদ্ধে কেউ না কেউ লড়াই জারি রেখেছে। আজ পালস পোলিও দিবস। পোলিও রবিবারে সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো ছবিটা নিজেই ফিরে দেখব বলেই আবার দিলাম।










