ডক্টরস’ ডায়ালগের ফেসবুক লাইভে ১৩ই মে ২০২২ প্রচারিত। আলোচনায় ছিলেন হিমাটোলজির অধ্যাপক রাজীব দে, ফিটাল মেডিসিন বিশেষজ্ঞ ডা কাঞ্চন মুখোপাধ্যায়, জেনেটিক কাউন্সেলর সুতপা সিংহ ও সমাজকর্মী পুষ্পেন্দুবিকাশ আচার্য। সঞ্চালনায় ছিলেন পিয়ালী দে বিশ্বাস।
সহজ পন্থা
পড়ুয়ার চাপ কমাতে, বাবুরা ভীষণ সদয়, মগজের এমন দশা, এবারই প্রথম বোধহয়, বাদ যান চার্লস ডারউইন, দিমিত্রি মেন্ডেলিয়েভ, মোগলও খটমট, ফটাফট বাদ অতএব। আহা রে